Neeraj Chopra: চোট সারিয়ে ডায়মন্ড লীগে নামছেন নীরজ, কবে কোথায়, কখন দেখবেন ম্যাচ?

নীরজ চোপড়া ১ জুলাই, শনিবার লোজান ডায়মন্ড লীগে নামবেন। ইভেন্ট অ্যাথলেটিসিমাতে অনুষ্ঠিত হবে। লোজান ডায়মন্ড লীগে নীরজ চোপড়ার ইভেন্ট জিও-সিনেমাতে লাইভ স্ট্রিম করা হবে।
নীরজ চোপড়া
নীরজ চোপড়াছবি - নীরজ চোপড়ার ট্যুইটার
Published on

চোট কাটিয়ে ফের প্রতিযোগিতায় ফিরছেন ভারতের 'সোনার ছেলে' নীরজ চোপড়া। ৫ মে দোহা ডায়মন্ড লীগে কেরিয়ারের চতুর্থ সেরা থ্রো - ৮৮.৬৭ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছিলেন নীরজ। এরপর অনুশীলন করতে গিয়ে চোট পান। এক মাস ছিলেন চোটের কবলে। অংশ নিতে পারেননি কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে। এবার কামব্যাক করছেন তিনি। শনিবার দুপুরে লোজান ডায়মন্ড লীগে খেলতে নামবেন টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী ভারতীয় জ্যাভলার।

দোহা ডায়মন্ড লীগ জয়ের পর ট্রেনিং করার সময় পেশিতে চোট পেয়েছিলেন নীরজ। চোটের জন্য ৪ জুন নেদারল্যান্ডসের হেঙ্গেলোতে এফবিকে গেম এবং ১৩ জুন ফিনল্যান্ডের পাভো নুরমি গেমসে নামেননি নীরজ। আগামী ১৯ অগাস্ট থেকে ২৭ অগাস্ট পর্যন্ত বুদাপেস্টে চলবে বিশ্ব চ্যাম্পিয়নশীপ। এই টুর্নামেন্টকে পাখির চোখ করে লোজান ডায়মন্ড লীগে নামছেন নীরজ। দেশবাসী তাঁর হাত ধরে আরও একটি পদক জয়ের স্বপ্ন দেখছে।

লোজান ডায়মন্ড লীগ - ২০২৩ এ নীরজের ইভেন্ট কখন কোথায় অনুষ্ঠিত হবে?

নীরজ চোপড়া ১ জুলাই, শনিবার লোজান ডায়মন্ড লীগে নামবেন। ইভেন্ট অ্যাথলেটিসিমাতে অনুষ্ঠিত হবে।

কখন শুরু হবে নীরজের ম্যাচ?

লোজান ডায়মন্ড লীগে নীরজের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১২ টা ১৮ মিনিটে।

এই ইভেন্টের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

লোজান ডায়মন্ড লীগে নীরজ চোপড়ার ইভেন্ট জিও-সিনেমাতে লাইভ স্ট্রিম করা হবে।

নীরজ চোপড়া
Pakistan: মাত্র ২৮ বছরেই আত্মহত্যা পাকিস্তানের জনপ্রিয় স্নুকার প্লেয়ার মজিদ আলির
নীরজ চোপড়া
মোহনবাগানের হয়ে ISL জয়ী এই ফুটবলারকে নিতে চলেছে বেঙ্গালুরু

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in