Pakistan: মাত্র ২৮ বছরেই আত্মহত্যা পাকিস্তানের জনপ্রিয় স্নুকার প্লেয়ার মজিদ আলির

বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফৈজলাবাদ থেকে মজিদের মৃত দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অবসাদে ভুগছিলেন তিনি।
মহিদ আলি
মহিদ আলিছবি - সংগৃহীত
Published on

একমাসের মধ্যে পাকিস্তানে দ্বিতীয় স্নুকার প্লেয়ারের মৃত্যু হলো। এবার মাত্র ২৮ বছর বয়সে নাআ ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় স্নুকার প্লেয়ার মজিদ আলি। পুলিশ সুত্রে খবর ওই প্লেয়ার আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফৈজলাবাদ থেকে মজিদের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অবসাদে ভুগছিলেন তিনি। সেই কারণেই হয়তো আত্মহত্যার পথ বেছে নেন। কাঠ কাটার একটি মেশিন দিয়ে পাক স্নুকার প্লেয়ার নিজের জীবন শেষ করে দেন।

মজিদ আলির দাদা উমর বলেন, বেশ কিছু বছর ধরেই ও অবসাদে ভুগছিল। তবে এমন কাজ করবে কোনোদিন ভাবিনি। নিজেকে এইভাবে শেষ করে দিল। আর্থিক কষ্টও তেমন ছিল না। শোকজ্ঞাপন করেছেন পাকিস্তান বিলিয়ার্ডস ও স্নুকার বোর্ডের চেয়ারম্যান আলমগির শেখ। তিনি বলেন, 'মজিদের মধ্যে প্রচুর প্রতিভা ছিল। তার বয়সও অল্প ছিল। তাই আমরা আশা করেছিলাম পাকিস্তানের হয়ে আরও সম্মান অর্জন করবে সে'।

মজিদ আলি পাকিস্তানের হয়ে একাধিক প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেছিলেন। অনুর্ধ্ব-২১ এশিয়ানে স্নুকার-এ রুপোর পদকও জিতেছিলেন মজিদ আলি। এর আগে কার্ডিয়াক অ্যারেস্টে প্রাণ হারিয়েছিলেন পাকিস্তানেরই আরেক স্নুকার মহম্মদ বিলাল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি এশিয়ান ১০ রেডস চ্যাম্পিয়ন হন এবং ইন্টারন্যাশনাল বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশন ওয়ার্ল্ড টিম কাপ জিতেছিলেন ২০১৯ সালে। এছাড়াও পাকিস্তানের হয়ে বহু খেতাব জয়ের রেকর্ড ছিল মহম্মদ বিলালের নামে।

মহিদ আলি
ICC World Cup 23: কোথায়, কীভাবে কাটবেন ক্রিকেট বিশ্বকাপের টিকিট?
মহিদ আলি
ICC World Cup 23: কোথায়, কীভাবে কাটবেন ক্রিকেট বিশ্বকাপের টিকিট?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in