
আগামী মরসুমের জন্য দলগঠনে জোর দিয়েছে ইস্টবেঙ্গল। এবার স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর রড্রিগেজ এবং তারকা ভারতীয় মিডিও লেনি রড্রিগেজকে দলে নেওয়ার জন্য ঝাঁপালো ইস্টবেঙ্গল।
এই মুহূর্তে লেনি খেলছেন এফসি গোয়াতে। চার্চিল ব্রাদার্স, ডেম্পো, পুনে সিটি এফসি, বেঙ্গালুরু এফসি, পুনে এফসি’র মতো ক্লাবে খেলেছেন লেনি। ক্লাব ফুটবলের পাশাপাশি দক্ষতার সঙ্গে খেলেছেন জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে। এফসি গোয়ার হয়ে গত মরসুমে ১১ ম্যাচে ১ গোল করেছেন এই মিডিও। তাঁর পাসিং অ্যাকিউরেসি ৮৬.৪৫ শতাংশ।
অন্যদিকে, ওড়িশা এফসি’র অ্যাটাকিং মিডিও ভিক্টর রড্রিগেজকে পাওয়ার জন্যও সব রকম চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল। ওড়িশার জার্সিতে খেলার আগে স্প্যানিশ ফুটবলের শীর্ষ লিগ অর্থাৎ লা লিগার একাধিক ক্লাবে খেলেছেন তিনি। এলচে এফসি, রিয়াল জারাগোজা, গেটাফে, স্পোর্টিং গিজনের মতো ক্লাবে খেলেছেন দীর্ঘ সময়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব সিয়াটেল সনডার্স এফসি’র জার্সিতেও খেলেছেন তিনি।
গত মরশুমে ইস্টবেঙ্গলের আক্রমণভাগ ভালো পারফরম্যান্স দেখিয়েছে। সেই তুলনায় মাঝমাঠ ও রক্ষণে সেরকম তৎপর দেখা যায়নি। ফলে আগে গোল করে এগিয়ে গিয়েও বারবার পিছিয়ে পড়তে হয়েছে তাদের। এবারে রক্ষণ গোছাতে হবে তাদের।
কুয়াদ্রাত বেঙ্গালুরু এফসির কোচ থাকার সময় তাঁর রক্ষণাত্মক পরিকল্পনা বেশ প্রশংসিত হয়েছিল। এবারও নিশ্চয়ই কলকাতার দলের রক্ষণকে আঁটোসাঁটো করার দিকে জোর দেবেন তিনি। সঙ্গে আক্রমণের ভারসাম্যও নিশ্চয়ই বজায় রাখবেন। অতীতে আইএসএলে যে রকম সাফল্য পেয়েছেন কুয়াদ্রাত, এবার নিশ্চয়ই তাঁর হাত ধরে তেমনই সাফল্যের মুখ দেখবে ইস্টবেঙ্গল, এমন আশা করতেই পারেন সমর্থকেরা।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন