আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সদ্য BCCI-কে কাঠগড়ায় তোলা ভারতের প্রাক্তন ওপেনার

কয়েকদিন আগেই বিসিসিআই-কে কাঠগড়ায় তুলেছিলেন এই প্রাক্তন ওপেনার।বিদেশে খেলার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। এবার সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন ৩৮ বর্ষীয় ক্রিকেটার।
BCCI
BCCIছবি - সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মুরলী বিজয়। কয়েকদিন আগেই বিসিসিআই-কে কাঠগড়ায় তুলেছিলেন ভারতের এই প্রাক্তন ওপেনার।বিদেশে খেলার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। এবার সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন তামিলনাড়ুর ৩৮ বর্ষীয় ক্রিকেটার। ২০১৮ সালে দেশের জার্সিতে শেষবার টেস্ট ম্যাচ খেলেছিলেন বিজয়।

ট্যুইট করে নিজের অবসরের কথা জানান বিজয়। ২০০২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কেরিয়ারের কথা স্মরণ করে এক আবেগপূর্ন পোস্টে বিজয় লেখেন, "আজ, অপরিসীম কৃতজ্ঞতা এবং বিনয়ের সাথে, আমি সমস্ত ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। ২০০২ সাল থেকে ২০১৮ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আমার যাত্রাটা ছিল আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর অধ্যায়। কারণ এটি ছিল খেলাধুলার সর্বোচ্চ স্তরে আমার দেশ ভারতের প্রতিনিধিত্ব করতে পারার মতো বিশেষ সম্মান। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI), তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (TNCA), চেন্নাই সুপার কিংস এবং চেমপ্লাস্ট সানমার আমাকে সুযোগ দিয়েছে, এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।"

বিজয় তাঁর দীর্ঘ কেরিয়ারে পাশে থাকা সতীর্থ এবং অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন," আমার প্রত্যেক সতীর্থ, কোচ, পরামর্শদাতা এবং সহায়ক কর্মীদের আমি বলতে চাই যে, আপনাদের সকলের সাথে খেলা ও সময় কাটানো একটি পরম সৌভাগ্যের বিষয় এবং আমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে সাহায্য করার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ক্রিকেট ভক্তদের যারা আমাকে সমর্থন করেছেন আমার আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় উত্থান- পতনের সময়, আমি আপনাদের সকলের সাথে কাটানো মুহূর্তগুলোকে চিরকাল মনে রাখবো। আপনাদের সমর্থন সবসময়ই অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে আমার কাছে।"

২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে টেস্ট খেলার পর আর ভারতীয় দলে সুযোগ পাননি মুরলী বিজয়। একদিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টিতে শেষবার দেশের জার্সিতে খেলেছিলেন ২০১৫ সালে। ভারতের হয়ে মোট ৬১ টি টেস্ট ম্যাচ খেলেছেন বিজয়। ৩৮.৩ গড়ে রান করেছেন ৩৯৮২। তাঁর নামের পাশে রয়েছে ১২টি টেস্ট শতরান। এছাড়াও দেশের হয়ে ১৭টি ওডিআই এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

BCCI
Mohammed Siraj:‌ বোলারদের ODI র‍্যাঙ্কিং-এ শীর্ষে উঠে এলেন মহম্মদ সিরাজ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in