ISL 2023-24: শক্তিশালী মুম্বইকে হারানোই চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের কাছে

People's Reporter: ইস্টবেঙ্গল কোচ বলেন, ওরা যে খুব ভালো দল, গতবারের লিগ চ্যাম্পিয়ন, তা আমরা জানি। অনেক রেকর্ড ভেঙেছে ওরা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছে।
কার্লস কুয়াদ্রাত
কার্লস কুয়াদ্রাতছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

শনিবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত অপরাজিত মুম্বই সিটি এফসি। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে অন্যতম সফল দল তারা।

আজ অ্যাওয়ে ম্যাচে সেই মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্যাচে লক্ষ্য তিন পয়েন্ট। কিন্তু ইস্টবেঙ্গল ধারাবাহিকতার অভাবে ভুগছে। এই অবস্থায় ম্যাচের আগে লাল হলুদ কোচ কার্লস কুয়াদ্রাত বলেন, "প্রতি ম্যাচেই আমরা জিততে চাই। প্রতি ম্যাচেই তিন পয়েন্ট পাওয়ার পরিকল্পনা নিয়েই নেমেছি আমরা। আইএসএলে প্লে অফে উঠতে গেলে অন্তত কয়েকটা ম্যাচ জিততেই হবে। এই ম্যাচেও আমরা তিন পয়েন্টের জন্যই নামব। কারণ, এখনও পর্যন্ত আটটার মধ্যে দুটো ম্যাচ জিতেছি আমরা। তাই আমাদের অবশ্যই আরও জয় চাই"।

মুম্বই যে প্রতিপক্ষ হিসেবে বেশ কঠিন, তা স্বীকার করে নিয়ে আইএসএল জয়ী কোচ বলেন, "ওরা যে খুব ভালো দল, গতবারের লিগ চ্যাম্পিয়ন, তা আমরা জানি। অনেক রেকর্ড ভেঙেছে ওরা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছে। ভালো ফল না করতে পারলেও চ্যাম্পিয়ন্স লিগের প্রতি ম্যাচ থেকে ওদের খেলোয়াড়রা অনেক কিছু শিখেছে। দল হিসেবে অনেক উন্নতি করেছে মুম্বই। আমাদের পক্ষে ম্যাচটা বেশ কঠিন হতে চলেছে। আমার মতে, এই লিগের সেরা ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট। তাই এই ম্যাচে ওর প্রভাব যাতে বেশি না পড়ে, সে ব্যবস্থা আমাদের করতে হবে"।

পাশাপাশি তিনি বলেন, 'আমার দলের খেলোয়াড়রা ঠিক পথেই এগোচ্ছে। যেমন পরিকল্পনা করা হচ্ছে, সেই অনুযায়ীই ওরা খেলছে। এটা ইতিবাচক ব্যাপার। টানা দুটো ম্যাচে গোল না খাওয়াটাও বড় ব্যাপার। আমাদের পারফরম্যান্সে ক্রমশ ধারাবাহিকতা ফিরে আসছে। এজন্য সময় লাগে। প্রতি ম্যাচেই আমরা কিছু না কিছু শিখছি।'

কার্লস কুয়াদ্রাত
Neeraj Chopra: নীরজ চোপড়ার হাতে প্যারিস অলিম্পিকেও সোনা দেখছেন কলিন জ্যাকসন
কার্লস কুয়াদ্রাত
IPL 2024: চলতি মরশুমে কেকেআর-এর অধিনায়ক শ্রেয়স আইয়ার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in