ISL 2023-24: শক্তিশালী মুম্বইকে হারানোই চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের কাছে
শনিবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত অপরাজিত মুম্বই সিটি এফসি। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে অন্যতম সফল দল তারা।
আজ অ্যাওয়ে ম্যাচে সেই মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্যাচে লক্ষ্য তিন পয়েন্ট। কিন্তু ইস্টবেঙ্গল ধারাবাহিকতার অভাবে ভুগছে। এই অবস্থায় ম্যাচের আগে লাল হলুদ কোচ কার্লস কুয়াদ্রাত বলেন, "প্রতি ম্যাচেই আমরা জিততে চাই। প্রতি ম্যাচেই তিন পয়েন্ট পাওয়ার পরিকল্পনা নিয়েই নেমেছি আমরা। আইএসএলে প্লে অফে উঠতে গেলে অন্তত কয়েকটা ম্যাচ জিততেই হবে। এই ম্যাচেও আমরা তিন পয়েন্টের জন্যই নামব। কারণ, এখনও পর্যন্ত আটটার মধ্যে দুটো ম্যাচ জিতেছি আমরা। তাই আমাদের অবশ্যই আরও জয় চাই"।
মুম্বই যে প্রতিপক্ষ হিসেবে বেশ কঠিন, তা স্বীকার করে নিয়ে আইএসএল জয়ী কোচ বলেন, "ওরা যে খুব ভালো দল, গতবারের লিগ চ্যাম্পিয়ন, তা আমরা জানি। অনেক রেকর্ড ভেঙেছে ওরা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছে। ভালো ফল না করতে পারলেও চ্যাম্পিয়ন্স লিগের প্রতি ম্যাচ থেকে ওদের খেলোয়াড়রা অনেক কিছু শিখেছে। দল হিসেবে অনেক উন্নতি করেছে মুম্বই। আমাদের পক্ষে ম্যাচটা বেশ কঠিন হতে চলেছে। আমার মতে, এই লিগের সেরা ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট। তাই এই ম্যাচে ওর প্রভাব যাতে বেশি না পড়ে, সে ব্যবস্থা আমাদের করতে হবে"।
পাশাপাশি তিনি বলেন, 'আমার দলের খেলোয়াড়রা ঠিক পথেই এগোচ্ছে। যেমন পরিকল্পনা করা হচ্ছে, সেই অনুযায়ীই ওরা খেলছে। এটা ইতিবাচক ব্যাপার। টানা দুটো ম্যাচে গোল না খাওয়াটাও বড় ব্যাপার। আমাদের পারফরম্যান্সে ক্রমশ ধারাবাহিকতা ফিরে আসছে। এজন্য সময় লাগে। প্রতি ম্যাচেই আমরা কিছু না কিছু শিখছি।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন