উদ্যোক্তাদের সাংবাদিক সম্মেলন
উদ্যোক্তাদের সাংবাদিক সম্মেলনছবি - সংগৃহীত

Kolkata Moto Fest 2023: এই প্রথম সোনারপুরে আয়োজিত হচ্ছে মোটর স্পোর্টস! কবে হবে জানেন?

People's Reporter: আগামী ১৮-১৯ নভেম্বর সোনারপুরের (কালিকাপুর) জ‍্যোতির্ময় পাবলিক স্কুলে INDIAN NATIONAL AUTOCROSS CHAMPIONSHIP EAST ZONE QUALIFIER – এর আসর বসতে চলেছে।
Published on

দক্ষিণ ২৪ পরগনায় এই প্রথম জাতীয় স্তরের কোনও মোটর স্পোর্টসের আসর বসতে চলেছে। আগামী ১৮-১৯ নভেম্বর সোনারপুরের (কালিকাপুর) জ‍্যোতির্ময় পাবলিক স্কুলে INDIAN NATIONAL AUTOCROSS CHAMPIONSHIP EAST ZONE QUALIFIER – এর আসর বসতে চলেছে।

এই ধরণের মোটর স্পোর্টসের আয়োজক হিসেবে জ‍্যোতির্ময় পাবলিক স্কুল হল পশ্চিমবঙ্গের প্রথম স্কুল। যারা MOTOR SPORTS ASSOCIATION OF EASTERN INDIA-র হাত ধরে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে এগিয়ে এসেছে।

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই খেলার কথা জানালেন MOTOR SPORTS ASSOCIATION OF EASTERN INDIA-র সভাপতি সৌরভ চ‍্যাটার্জি। তিনি বলেন, ১৮ ও ১৯ নভেম্বর – এই দুই দিনের মোটর স্পোর্টসে প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ নিতে চলেছেন।

টু হুইলার ও ফোর হুইলার - দুটি বিভাগে থাকছে পাঁচটি ক‍্যাটাগরি। এই প্রতিযোগিতা আসলে স্পিড ইভেন্ট। পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খন্ড,ওড়িশা থেকেও প্রতিযোগী আসছেন।

তিনি আরও বলেন, "জ‍্যোতির্ময় পাবলিক স্কুলের ফুটবল মাঠের পিছনে ট্র‍্যাক তৈরি হচ্ছে। জ‍্যোতির্ময় স্কুল কর্তৃপক্ষ যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসনীয়। আশা করছি সুষ্ঠুভাবে প্রতিযোগিতাটি করতে পারবো।"

উদ্যোক্তাদের সাংবাদিক সম্মেলন
Sunil Chhetri: 'ভারত যেদিন বিশ্বকাপ খেলবে সেইদিন আমার জীবনের অন্যতম সেরা দিন হবে' - সুনীল ছেত্রী

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in