আশরফ হাকিমি, সংগ্রামী মায়ের সংগ্রামী ছেলে, অনুপ্রাণিত হবেন আপনিও

হাকিমির জন্ম স্পেনের মাদ্রিদে। অভিবাসী পরিবারে জন্ম হওয়া হাকিমি ছোটো বেলা থেকেই স্বপ্ন দেখতেন ফুটবলার হওয়ায়। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান হাকিমির পথ চলাটা সহজ ছিল না।
আশরাফ হাকিমি ও তাঁর মা
আশরাফ হাকিমি ও তাঁর মাছবি - সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত
Published on

গ্রুপ পর্বের ম্যাচে তখন বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়েছে মরক্কো। 'অ্যাটলাসের সিংহ'-রা উচ্ছ্বাসে মাতোয়ারা। দলের অন্যতম প্রধান তারকা আশরফ হাকিমি বীরদর্পে এগিয়ে গেলেন গ্যালারির দিকে। সেখানে বসে রয়েছেন তাঁর মা। ছেলেকে বুকে টেনে নিলেন মা। ভরিয়ে দেন আদরে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল, নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে সেই ছবিকে।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হাকিমি নিজেও সেই ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'উহিব্বুকে উম্মি'। এই আরবী শব্দটির অর্থ হলো 'মা, তোমাকে ভালোবাসি'। গতরাতে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছাতেই ফের মায়ের আদর আদায় করতে গ্যালারিতে ছুটে যান তারকা ফুটবলার। আসলে মায়ের স্বপ্ন পূরণের জন্যই যে বীরপুরুষের মতো লড়াই করে চলেছেন হাকিমি।

হাকিমির জন্ম স্পেনের মাদ্রিদে। অভিবাসী পরিবারে জন্ম হওয়া হাকিমি ছোটো বেলা থেকেই স্বপ্ন দেখতেন ফুটবলার হওয়ায়। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান হাকিমির পথ চলাটা সহজ ছিল না। কিন্তু তাঁর মা-বাবা ছেলেকে হাজার অভাবের মধ্যেও এগিয়ে নিয়ে গিয়েছেন। ছেলেকে ফুটবলার বানাতে মাদ্রিদের রাজপথে সাফাই কর্মীর কাজ করেছেন তাঁর মা। হাকিমির বাবা ছিলেন হকার।

২০১৮ সালে বুন্দেশলীগা ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলার সময় হাকিমি বলেছিলেন, "আমার মা ছিলেন সাফাই কর্মী। বাবা ছিলেন ফুটপাথের হকার। আমার ভাইরা আমার জন্য অনেক কষ্ট করেছেন। অনেক দরিদ্র ছিলাম আমরা। তাঁদের স্বপ্ন পূরণের জন্য, তাঁদের ত্যাগকে মনে রেখে আমি খেলি। লড়াই করি।"

পিএসজির তারকা ডিফেন্ডার আশরফ হাকিমির সামনে সুযোগ ছিল স্পেনের জাতীয় দলের হয়ে খেলার। কিন্তু তিনি শেকড়ের টানকে ভুলতে পারেননি। পিতৃভূমী মরক্কোর জার্সিকেই বেছে নেন তিনি। রিয়াল মাদ্রিদের যুব একাডেমীতে বেড়ে ওঠা হাকিমি রিয়াল মাদ্রিদ, বুরুশিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলানের হয়ে খেলার পর বর্তমানে লীগ ওয়ান ক্লাব পিএসজির হয়ে আলো ছড়াচ্ছেন। তবে মরক্কোর জার্সিতে খেলতে পারাটাই হাকিমির কাছে সবচেয়ে গর্বের। তিনি বলেন, "ক্লাব ফুটবলে খেলা মানে শুধু একটি শহরের জন্য খেলা। আর দেশের হয়ে খেলা মানে পুরো জাতির জন্য খেলা। এই খেলা মানে পূর্বপুরুষদের জন্য খেলা।"

আশরাফ হাকিমি ও তাঁর মা
FIFA World Cup 22: চল্লিশ বছর পর বিশ্বকাপে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, পরিসংখ্যানে এগিয়ে কোন দেশ?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in