

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি এএফসি কাপেরও সূচি তৈরি হয়েছে। নেইমার যে ভারতে আসছেন তা একপ্রকার নিশ্চিত। মুম্বই এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলবে এবং মোহনবাগান ও ওড়িশা এফসি খেলবে এএফসি কাপ। ভারতের এই দুই ক্লাব (মোহনবাগান এবং ওড়িশা) একই গ্রুপে (ডি) রয়েছে। বাকি দুই দল হলো বাংলাদেশের বসুন্ধরা কিংস ও মলদ্বীপের মাজিয়া। মোহনবাগান সুপার জায়ান্ট গ্রুপ পর্বে প্রথম ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর ওডিশা এফসি-র বিরুদ্ধে।
উল্লেখ্য, গত বার গ্রুপ পর্বে গোকুলাম কেরালা এফসি-র কাছে ৪-২ গোলে-এ হারলেও বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ৪-০ এবং মলদ্বীপের মাজিয়াকে ৫-২-এ হারিয়ে ইন্টার জোনাল সেমিফাইনালে ওঠে তৎকালীন এটিকে মোহনবাগান। কিন্তু ইন্টার জোনাল সেমিফাইনালে কুয়ালালামপুর এফসি-র কাছে ১-০ গোলে পিছিয়ে থেকে ১-১ সমতা ফেরায়। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে পারেনি সবুজ-মেরুন শিবির। পর পর ২ গোল হজম করতে হয় তাদের। ফলে ৩-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয়।
একনজরে মোহনবাগান সুপার জায়ান্টের এএফসি কাপ গ্রুপ ম্যাচের সূচি -
১৯ সেপ্টেম্বর - মোহনবাগান বনাম ওড়িশা এফসি (ভুবনেশ্বর, সন্ধ্যা ৭.৩০)।
২ অক্টোবর - মোহনবাগান বনাম মাজিয়া এসআরসি (কলকাতা, সন্ধ্যা ৭.৩০)।
২৪ অক্টোবর - মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস (কলকাতা, সন্ধ্যা ৫.৩০)।
৭ নভেম্বর - মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস (ঢাকা, রাত ৮.০০)।
২৭ নভেম্বর - মোহনবাগান বনাম ওড়িশা এফসি (কলকাতা, সন্ধ্যা ৭.৩০)।
১১ ডিসেম্বর - মোহনবাগান বনাম মাজিয়া এসআরসি (মালে, সন্ধ্যা ৭.৩০)।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন