ISL 2023-24: যেখানে বলবে সেখানে খেলব - ডার্বি নিয়ে বক্তব্য বাগান সচিবের

People's Reporter: মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, 'ইস্টবেঙ্গল হোস্ট করছে, ওরা যেখানে বলবে সেখানে খেলবো। আমাদের এখানে কিছু বলার নেই। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এফএসডিএল'।
কলকাতা ডার্বি
কলকাতা ডার্বিছবি - প্রতীকী

তৃণমূলের ব্রিগেড সমাবেশের জন্য ১০ মার্চ সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে হবে না আইএসএল-এর ডার্বি। শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ডার্বি আয়োজক ইস্টবেঙ্গল কর্তাদের এমনটাই জানানো হয়েছে।

পুলিশের সঙ্গে বৈঠক ছিল ইস্টবেঙ্গল কর্তাদের। পুলিশের তরফ থেকে ১১ মার্চ ডার্বি আয়োজনের কথা বলা হয়। তবে ১১ মার্চ ডার্বি হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। শোনা যাচ্ছে ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামেও ডার্বি হতে পারে।

এই নিয়ে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, 'ইস্টবেঙ্গল হোস্ট করছে, ওরা যেখানে বলবে সেখানে খেলবো। আমাদের এখানে কিছু বলার নেই। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এফএসডিএল'। কিন্তু ১৩ তারিখ মোহনবাগানের ম্যাচ থাকায় তারা ১১ তারিখ খেলতে রাজি নয়।

দেবাশিষ বললেন, 'আমরা জানিয়েছি ১১ তারিখ খেলতে অসুবিধা নেই। তাহলে ১৩ তারিখের ম্যাচটা ১৪ তারিখ করতে হবে। প্লেয়াররা পর্যাপ্ত রেস্ট পাবে। অনেকে বলছে মোহনবাগান ডার্বি খেলতে চাইছে না ওগুলো বাজে কথা'।

কলকাতা ডার্বি
Kolkata Derby: তৃণমূলের ব্রিগেডের জন্য ১০ মার্চ যুবভারতীতে ডার্বি হচ্ছে না! কী জানাচ্ছে প্রশাসন?
কলকাতা ডার্বি
Paul Pogba: ডোপিং-এর অভিযোগে চার বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে সাসপেন্ড ফরাসী তারকা পল পোগবা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in