AFC Cup 2023: এএফসি কাপে ওড়িশার বিরুদ্ধে ম্যাচে চোট নিয়ে চিন্তায় মোহনবাগান কোচ

People's Reporter: ফেরান্দো বলেন, ফুটবলে চোট আঘাত থাকবেই, সেই নিয়েই চলতে হবে। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। কে আছে, কে নেই এসব নিয়ে ভাবতে রাজি নই আমি।
অনুশীলনে বাগান ফুটবলাররা
অনুশীলনে বাগান ফুটবলাররাছবি - মোহনবাগান সুপার জায়ান্টের ফেসবুক পেজ
Published on

এএফসি কাপের গ্রুপ পর্ব পেরোতে হলে সোমবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির বিরুদ্ধে জিততেই হবে মোহনবাগানকে। তার আগে হুয়ান ফেরান্দোকে চিন্তায় রেখেছে দলের প্লেয়ারদের চোট।

মোহনবাগান ওড়িশার চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে কিছুটা হলেও লড়াইয়ে রয়েছে। কিন্তু এই ম্যাচে পুরো তিন পয়েন্ট অর্জন করতে না পারলে মোহনবাগানের একপ্রকার বিদায় হবে।

মোহনবাগানের মতোই সাত পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশের বসুন্ধরার কিংস। কারণ, কলকাতার দলকে প্রথম ম্যাচে রুখে দেওয়ার পর দ্বিতীয় মুখোমুখিতে হারিয়েছে বসুন্ধরা। তাই সবুজ-মেরুন বাহিনীর চেয়ে এগিয়ে ঢাকা-বাহিনী।

ওড়িশা ছ’পয়েন্ট নিয়ে তিন নম্বরে। গ্রুপের চতুর্থ দল মলদ্বীপের মাজিয়া এফসি মাত্র এক ম্যাচ জিতে চার নম্বরে। তাদের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কম। যদিও প্রতি দলেরই এখনও দুটি করে ম্যাচ বাকি।

মোহনবাগান দলে অনিরুদ্ধ থাপা এবং দিমিত্রির চোট রয়েছে। যা ভাবাচ্ছে বাগান কোচকে। ফেরান্দো বলেন, ফুটবলে চোট আঘাত থাকবেই, সেই নিয়েই চলতে হবে। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। কে আছে, কে নেই এসব নিয়ে ভাবতে রাজি নই আমি। বরং দলে যারা আছে তাদের নিয়েই পারফর্ম করতে হবে।

তিনি আরও বলেন, "আমার দলে সবাই গুরুত্বপূর্ণ। ওড়িশা এফসি ভালো দল। ওরা পর পর ম্যাচ জিতছে। আমাদের লক্ষ্য ওদের হারানো। আমাদের লক্ষ্য এই ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থাকা। আমাদের স্কোয়াডে বিকল্প হিসেবে খেলার মতো ফুটবলার রয়েছে। তাদের কাছে এটা নিজেদের বড় জায়গায় প্রমাণ করার সুযোগ। আনোয়ার, আশিক, মনবীরদের না পাওয়াটা খুবই হতাশাজনক। কিন্তু ওরা না থাকায় এমন কোনও ফুটবলার পেয়ে যেতে পারি, যে বা যারা ভবিষ্যতে আমাদের কাজে আসতে পারে। আমি সেই আশায় রয়েছি"।

অনুশীলনে বাগান ফুটবলাররা
Ramiz Raja: 'রোনাল্ডোর ডায়েট প্ল্যান তৈরি করেন নাসার বিজ্ঞানীরা' - রামিজ রাজা
অনুশীলনে বাগান ফুটবলাররা
Kanyashree Cup: কন্যাশ্রী কাপে দলই নামাতে পারলো না মহামেডান!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in