Kanyashree Cup: কন্যাশ্রী কাপে দলই নামাতে পারলো না মহামেডান!

People's Reporter: ইশতিয়াক আহমেদ জানান, রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমরা দলকে মাঠে নামাতে চেয়েছিলাম।
Kanyashree Cup: কন্যাশ্রী কাপে দলই নামাতে পারলো না মহামেডান!
ছবি - মহামেডান স্পোর্টিং ক্লাবের ফেসবুক
Published on

কন্যাশ্রী কাপে দলই নামাতে পারলো না মহামেডান। ফলে ইস্টবেঙ্গল মাঠে নিউআলিপুর সুরুচি সংঘের বিরুদ্ধে ওয়াকওভার দিলেন সাদা কালো ব্রিগেড দলের সচিব ইশতিয়াক আহমেদ।

ইশতিয়াক আহমেদ জানান, "রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমরা দলকে মাঠে নামাতে চেয়েছিলাম। কিন্তু একটি সমস্যার কারণে আমাদের দ্বারা তা সম্ভব হয়ে ওঠেনি। আমাদের দলে ৪-৫ জন ফুটবলার ছাড়া বাকিদের রেজিস্ট্রেশনই এখনও সম্পূর্ণ হয়নি। আমরা দুপুর ২টো পর্যন্ত অপেক্ষা করি কিন্তু তাতেও ফল মেলেনি। সম্পূর্ণ হয়নি রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তাই ছাড়পত্র না পাওয়ার জন্য আমরা দল নামাতে পারিনি।"

আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, "দেখুন আমাদের ঠাসা ক্রীড়াসূচি রয়েছে। এই কারণে কন্যাশ্রী কাপের সূচি পরিবর্তনের সুযোগ নেই। তবে আমি আশাবাদী পরবর্তী ম্যাচের আগেই সব সমস্যার সমাধান করে দেওয়া হবে।"

অন্যদিকে কন্যাশ্রী কাপের ম্যাচে শুক্রবার বড় জয় পেয়েছে জ্যোতির্ময়ী অ্যাথলেটিক ক্লাব। গতকাল তারা সেভায়নী কে হারালো ১১-০ গোলে। জ্যোতির্ময়ীর হয়ে তনুশ্রী রায় ৭টি গোল করেন এবং অঞ্জু বার্লা করেন ৪ টি গোলে। একই দিনের অপর ম্যাচে জোনাকি ইউনাইটেড স্টুডেন্টস ক্লাব ২-১ গোলে পরাস্ত করলো সার্দান সমিতিকে। মৈত্রী সংসদ এবং চাঁদনি স্পোর্টিং ক্লাবের মধ্যে ম্যাচটি ১-১ গোলে সমাপ্ত হয়।

Kanyashree Cup: কন্যাশ্রী কাপে দলই নামাতে পারলো না মহামেডান!
গুলি করে হত্যা করেছিলেন বান্ধবীকে, ১০ বছর পর প্যারোলে মুক্তি পাচ্ছেন অ্যাথলিট অস্কার
Kanyashree Cup: কন্যাশ্রী কাপে দলই নামাতে পারলো না মহামেডান!
ISL 2023-24: চেন্নাইকে অনুসরণ করেই চেন্নাই বধের লক্ষ্য কুয়াদ্রাতের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in