

মঙ্গলবার এএফসি কাপের প্লে-অফে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও মোহনবাগান। শেষ ম্যাচে মাচিন্দ্রা এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জয় পায় মোহনবাগান। তবে এবারে লড়াই কঠিন।
শোনা যাচ্ছে ঢাকা আবাহনী কিছু খেপের খেলোয়াড়দের নিয়ে মাঠে নামছে। তবে এসব নিয়ে চিন্তা করছেন না জুয়ান। তিনি বলেন, "আমি প্রতিপক্ষ নিয়ে সেভাবে ভাবছি না। ওদের দলে ৯ জন বিদেশি রয়েছে, আমাদেরও ৬ জন বিদেশি রয়েছে। আমরা আমাদের দলের পারফরম্যান্স নিয়ে ভাবতে চাই। আশা করছি আমরা যদি নিজেদের সেরা ফুটবল খেলতে পারি আমাদের হারানো কঠিন হবে।"
গত ম্যাচে চোট পাওয়া আশিক কুরুনিয়ান ও দিমিত্রি পেত্রাতস কিন্তু এখনও মোহনবাগানের চিন্তা। যদিও বাগান কোচ বলেন, "ওরা এখন সুস্থ রয়েছেন। তবে আগামীকাল ম্যাচে খেলবেন কিনা এখনই বলা সম্ভব নয়। আমরা আজ অনুশীলন করবো। তারপর সিদ্ধান্ত নেব। তবে ওরা ফিট রয়েছে। একসঙ্গে কলকাতা লিগ, ডুরান্ড কাপ, এএফসি কাপ খেলতে হচ্ছে। এরমধ্যে দিয়েই আমাদের ভালো পারফরম্যান্স করতে হবে।"
গত বছর এপ্রিলে এই আবাহনী লিমিটেডকেই হারিয়ে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে মোহনবাগান। মে মাসে গ্রুপ পর্বে তারা গোকুলম কেরালা এফসি-র কাছে ২-৪-এ হারলেও বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ৪-০ ও মলদ্বীপের মাজিয়াকে ৫-২ গোলে হারিয়ে ইন্টার জোনাল সেমিফাইনালে ওঠে। কিন্তু ইন্টার জোনাল সেমিফাইনালে কুয়ালালামপুর এফসি-র কাছে ১-৩ গোলে হেরেছিল এটিকে মোহনবাগান। ৯০ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকার পর ফারদিন আলি মোল্লার গোলে সমতা আনে তারা। কিন্তু স্টপেজ টাইমে পরপর দু’গোল খেয়ে ম্যাচ হেরে যায়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন