'যতদিন ইচ্ছা খেলবে' - বিরাটের ওয়ান ডে খেলা বন্ধ করা নিয়ে শোয়েবের মন্তব্যের পাল্টা সৌরভ

শোয়েব বলেছিলেন, আমি মনে করি বিশ্বকাপের পর বিরাট কোহলির ওয়ান ডে খেলা চালিয়ে যাওয়া উচিত নয়। টি-টোয়েন্টি ক্রিকেটও অনেকটাই খাটনি হয় ওর। আরও ৬ বছর সে খেলতে পারবে।
বিরাট কোহলি
বিরাট কোহলি ফাইল ছবি সংগৃহীত

কোহলিকে নিয়ে করা শোয়েব আক্তারের মন্তব্যের পাল্টা দিলেন সৌরভ গাঙ্গুলি। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, কোহলির যতদিন ইচ্ছা খেলবে। ওর মতো প্লেয়ার ভারতে নেই।

আর মাত্র দেড় মাস পর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে বিরাট কোহলির খেলা নিয়ে মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আক্তার। তিনি বলেছিলেন, বিশ্বকাপের পর বিরাট কোহলির ৫০ ওভারের ক্রিকেট খেলা উচিত নয়। শোয়েবের এই মন্তব্যের বিরোধিতা করলেন সৌরভ গাঙ্গুলি।

সৌরভ বলেন, "আমি কোহলির খেলায় কোথাও তো ভুল দেখছিনা। ও যতদিন চাইবে ততদিন খেলবে। ওর মতো প্লেয়ার হওয়া কঠিন। যথেষ্ট ভালো ফর্মেও রয়েছে। বিরাটের মতো ক্রিকেটার বর্তমানে ভারতে নেই।"

প্রসঙ্গত, শোয়েব বলেছিলেন, "আমি মনে করি বিশ্বকাপের পর বিরাট কোহলির ওয়ান ডে খেলা চালিয়ে যাওয়া উচিত নয়। টি-টোয়েন্টি ক্রিকেটও অনেকটাই খাটনি হয় ওর। আরও ৬ বছর সে খেলতে পারবে। আমি মনে করি শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারবে একমাত্র কোহলি। তাই ওর উচিত টেস্ট ক্রিকেটে ফোকাস করা এবং রেকর্ড ভাঙা।"

অন্যদিকে, এশিয়া কাপের ম্যাচ দেখতে যাওয়ার জন্য পাক বোর্ডের তরফ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে আমন্ত্রণ জানানো হয়েছে। ৩০ অগাস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। পাকিস্তানের মুলতানে উদ্বোধনী ম্যাচের জন্যই জয় শাহকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি যান কিনা সেটাই দেখার।

বিরাট কোহলি
Sourav Ganguly: 'কড়া আইন দরকার' - যাদবপুরকাণ্ডে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি
বিরাট কোহলি
Dutee Chand: ৪ বছরের জন্য নির্বাসিত দ্যুতি চাঁদ! শাস্তির বিরুদ্ধে আবেদন করার পথে ক্রীড়াবিদ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in