Mohun Bagan: অনিরুদ্ধ থাপাকে দলে নিতে মরিয়া মোহনবাগান

২০২৪ পর্যন্ত চেন্নাইয়ান এফসির সঙ্গে অনিরুদ্ধের চুক্তি থাকলেও মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে তাঁকে পাঁচ বছরের চুক্তিতে নিতে চাইছে মোহনবাগান।
অনিরুদ্ধ থাপা
অনিরুদ্ধ থাপাছবি - অনিরুদ্ধ থাপার ফেসবুক

আগামী মরসুমের জন্য ভালো দল গড়তে মরিয়া মোহনবাগান। আগামী আইএসএলে মোহনবাগান সুপার জায়েন্টস টার্গেট করলো অনিরুদ্ধ থাপাকে। বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতেও রাজি শতাব্দী প্রাচীন ক্লাব।

২০২৪ পর্যন্ত চেন্নাইয়ান এফসির সঙ্গে অনিরুদ্ধের চুক্তি থাকলেও মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে তাঁকে পাঁচ বছরের চুক্তিতে নিতে চাইছে মোহনবাগান। ফেডারেশনের এলিট অ্যাকাডেমিতে উঠে আসেন অনিরুদ্ধ। যদিও মোহনবাগানের পাশাপাশি অনিরুদ্ধকে মুম্বই সিটি এফসিও টার্গেট করেছে এই ফুটবলারকে। আহমেদ জাহু ওড়িশা এফসিতে সই করায় তাঁর পরিবর্ত হিসেবে চেন্নাইয়ানের বর্তমান অধিনায়ককে চাইছে সিটি ফুটবল গ্রুপের এই দল।

২০১৭-১৮ মরসুমে চেন্নাইয়ান এফসিকে আইএসএল চ্যাম্পিয়ন করায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অনিরুদ্ধ থাপার। ওই মরসুমে এবং ২০১৯-২০ মরসুমে এআইএফএফ-র সেরা উদীয়মান পুরুষ ফুটবলারের সম্মানে ভূষিত হন থাপা।

গত আইএসএলে চ্যাম্পিয়ন হয়েও ফুটবলে অনেক খামতি ছিল মোহনবাগানের।অবাক করার মতো বিষয় হল, নক আউট পর্বেও এটিকে মোহনবাগানের গোল খরা অব্যহত ছিল। নক আউটের প্রথম ম্যাচে তারা ওড়িশাকে ২-০ গোলে হারানোর পরে সেমিফাইনালের দুই লেগে নির্ধারিত সময়ে কোনও গোলই করতে পারেনি। পেনাল্টি শুট আউটে জিতে ফাইনালে ওঠে তারা। ফাইনালে অবশ্য দুটি গোল করে তারা। অর্থাৎ, দেখা যাচ্ছে লিগ ও নক আউট মিলিয়ে মোট ২৮টি গোল করে তারা।

অনিরুদ্ধ থাপা
ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারত কতটা তৈরি? কী বললেন সুনীল, স্টিমাচ?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in