Mohun Bagan: পেলে, মারাদোনা, সোবার্স গেট উদ্বোধন করবেন মার্টিনেজ!

মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির বৈঠক
মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকছবি - সংগৃহীত
Published on

আগামী ৪ জুলাই মোহনবাগান ক্লাবে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সেদিনই পেলে, মারাদোনা এবং গ্যারি সোবার্স গেট উদ্বোধন করবেন তিনি। মঙ্গলবার মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কার্যকরী কমিটিতে এও সিদ্ধান্ত হয়েছে, ৪ জুলাই মোহনবাগান একাদশ বনাম পুলিশ একাদশ ম্যাচ হবে। মোহনবাগান একাদশ দলের কোচ হবেন মানস ভট্টাচাৰ্য এবং সত্যজিৎ চট্টোপাধ্যায়। ২০ জুলাই প্রাক্তন বাগান সচিব অঞ্জন মিত্রর নামে মিডিয়া সেন্টার উদ্বোধন হবে ক্লাবে। একইসঙ্গে এদিন মোহনবাগান কর্তারা এটিকে নাম সরানোর জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানান।

বাগান সচিব দেবাশিস দত্ত বলেন, মারাদোনার নামে গেট ওই দেশেরই বিশ্বকাপজয়ী একজন উদ্বোধন করবেন এর থেকে আনন্দের খবর কিছু হতে পারে না। মোহনবাগানের নাম আবার সারা বিশ্বের কাছে গর্বিত হবে। তবে আমরা এখানেই থেমে নেই আরও কিছু কাজ ক্লাবের উন্নতির জন্য করব। মোহনবাগান মানে ইতিহাস। পেলে বলেছিলেন ভারতের ক্লাব বলতে শুধু মোহনবাগানকেই জানি। গাভাসকর একডাকে চলে এলো। আমরাই পারি।'

ইস্টবেঙ্গলের ক্রাউডফ্রান্ডিং নিয়েও বাগান সচিব বলেন, 'এটা যার যার ব্যাপার। সব বিষয়ে সমালোচনা করা ঠিক না। ওদের ক্লাব ওরা কীভাবে চালাবে ওদের ব্যাপার। তবে আমি খারাপ কিছু দেখছি না। ক্লাব বিপদে পড়েছে কাদের কাছে যাবে? সমর্থকদের কাছেই তো যাবে। আমাদেরও একসময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরাও ভেবেছিলাম এমন করবো কিন্তু শেষ অবধি হয়নি। ওরা এগিয়ে যাক আমার শুভকামনা সবসময় ওদের সঙ্গে আছে। কারণ বাংলার ফুটবল মানেই মোহনবাগান ও ইস্টবেঙ্গল।'

মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির বৈঠক
বাংলার ফুটবল কি মৃত? কী বললেন মেহেতাব, নবি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in