AFC Cup 2023: একই মাঠে দুই ম্যাচ! এএফসি কাপে মোহনবাগান ম্যাচের সময় বদল
আগামী ২৪ অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্ট ও বাংলাদেশের বসুন্ধরা কিংসের মধ্যে এএফসি কাপের গ্রুপ পর্বের যে ম্যাচ হওয়ার কথা, তার সময় বদল করা হলো। ম্যাচটি ওই দিন দুপুরে সাড়ে তিনটে থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ম্যাচটি আরও পিছিয়ে দেওয়া হবে এবং তা শুরু করা হবে রাত সাড়ে ন’টা থেকে। বুধবার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।
মোহনবাগানের হোম ম্যাচ হলেও ওই সময় কলকাতায় দুর্গাপুজো চলবে। ফলে ম্যাচের জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করতে অসুবিধা হবে পুলিশের। সে জন্যই ম্যাচটি সরিয়ে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে। কিন্তু ওই দিন একই মাঠে ওড়িশাও তাদের হোম ম্যাচ খেলবে মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে। বিকেল সাড়ে পাঁচটা থেকে এই ম্যাচ রয়েছে। তাই মোহনবাগানের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে।
চলতি এএফসি কাপের গ্রুপ লিগ পর্বে ভারতের দুই ক্লাব মোহনবাগান এসজি এবং ওড়িশা এফসি খেলছে ‘ডি’ গ্রুপে। দু’টি ম্যাচের দু’টিতেই জয় পেয়ে মোহনবাগান এই গ্রুপে রয়েছে শীর্ষে। একটি জয় অর্জন করে দ্বিতীয় স্থানে রয়েছে মাজিয়া।
বসুন্ধরা কিংসের অর্জিত পয়েন্ট সংখ্যা তাদের সমান হলেও গোল পার্থক্যের বিচারে পিছিয়ে রয়েছে তারা। তাই তারা আছে তিন নম্বরে। তবে ওড়িশা এখন পর্যন্ত একটিও জয় না পাওয়ায় তারা আছে লিগ টেবলে সবার নীচে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন