

ইতিহাসে প্রথমবার মহিলাদের আইএফএ শিল্ড করছে আইএফএ। প্রথম বছর বলেই এবার ৬টি দল নিয়ে মহিলাদের শিল্ড হবে। এই শিল্ডে অংশ নিচ্ছে ইস্টবেঙ্গল, মহামেডান। তবে আইএফএর সমস্ত টুর্নামেন্টে খেলবে বলেও অংশ নেবে না মোহনবাগান।
৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল, চাঁদনি স্পোর্টিং এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আর দ্বিতীয় গ্রুপে আছে মহামেডান স্পোর্টিং, শ্রীভূমি ফুটবল ক্লাব এবং নদীয়া জেলা ক্রীড়া সংস্থার দল।
গ্রুপের প্রথম দুটি করে দল শেষ চারে খেলবে। লিগ শুরু হবে ২৬ মে থেকে। ফাইনাল সম্ভবত জুন মাসের প্রথম সপ্তাহেই হবে। মহিলাদের শিল্ড কলকাতা শহরে না করে জেলায় করছে আইএফএ। তেহট্ট এবং কৃষ্ণনগরে এই মহিলাদের শিল্ড হবে।
কেন কলকাতা ছেড়ে সব ম্যাচ জেলাতে নিয়ে যাওয়া হল? এই প্রশ্নের উত্তরে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, আমরা জেলা ফুটবল বাঁচাতে বদ্ধপরিকর। জেলাতেই বেশি ফুটবলের প্রতি ভালোবাসা। তবে কলকাতাকে বাদ দিচ্ছি না এখানে আরও ম্যাচ হবে। পুরুষদের শিল্ড হবে চলতি বছর শেষের দিকে। একইসঙ্গে আইএফএ সূত্রে খবর কলকাতা লিগে তিন প্রধান খেলবে নিজেদের মাঠেই।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন