IPL 2023: দুই প্রধানের সমর্থকদের মাঠে ঢুকতে 'না', আইপিএল কমিটিকে কাঠগড়ায় তুললো KKR

নাইটরা এক বিবৃতি দিয়ে জানায়, শনিবার দর্শকদের মাঠে ঢোকা নিয়ে কিছু ভুল তথ্য আসছে। মাঠে দর্শক প্রবেশের বিষয়ে কেকেআর ম্যানেজমেন্ট কিছু করতে পারে না।
আইপিএল কমিটিকে কাঠগড়ায় তুললো KKR
আইপিএল কমিটিকে কাঠগড়ায় তুললো KKRগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

শনিবার আইপিএলে ইডেনে লখনউ সুপার জায়ান্টস ম্যাচে মোহনবাগান ও ইস্টবেঙ্গল জার্সি পরিহিত অধিকাংশ সমর্থকদের ঢুকতে দেয়নি কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। এই বিষয়ে সরব হয়েছে মোহনবাগান কর্তৃপক্ষ। এবার একই বিষয়ে মুখ খুললো কেকেআর ম্যানেজমেন্ট।

নাইটরা এক বিবৃতি দিয়ে জানায়, শনিবার দর্শকদের মাঠে ঢোকা নিয়ে কিছু ভুল তথ্য আসছে। মাঠে দর্শক প্রবেশের বিষয়ে কেকেআর ম্যানেজমেন্ট কিছু করতে পারে না। এটা পুরো আইপিএল ম্যানেজমেন্ট এর ব্যাপার। কেকেআরের সাথে কলকাতার সমর্থকদের সুন্দর সম্পর্ক আছে। কলকাতা প্রত্যেক খেলায় মার্কেটিং করে। আর ইডেনে প্রত্যেক ম্যাচে দর্শক ভর্তি থাকে। বড় সমর্থকের ফ্রাঞ্চাইজি আমরা। আমরা কাউকে অসম্মান করি না।

কেকেআরের বিবৃতি
কেকেআরের বিবৃতিছবি - সংগৃহীত

প্রসঙ্গত, মোহনবাগান সমর্থকদের দাবি, তাঁদের সবুজ মেরুন জার্সি পরে ইডেনে প্রবেশ করতে দেয়নি আয়োজক কেকেআর। যেহেতু তাঁদের মালিক সঞ্জীব গোয়েঙ্কা সবুজ মেরুন জার্সি পরিয়ে ইডেনে দলকে নামান সেই কারণে বাগান সমর্থকরা মোহনবাগান জার্সি পরে মাঠে যেতে চান।

এদিকে একটা ভিডিওতে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দিয়ে একজন সমর্থক মাঠে ঢুকতে চাইলে তাঁকেও ঢুকতে বাধা দেওয়া হয়। বলা হয় ক্রিকেটের মাঠে ফুটবল জার্সি পরে আসা যাবে না। যদিও শনিবার ১ রানে হেরে আইপিএলের প্লে অফ থেকে ছিটকে যায় নাইটরা।

আইপিএল কমিটিকে কাঠগড়ায় তুললো KKR
গাড়ি দুর্ঘটনা হোক গিলের, নোংরা ভাষায় আক্রমণ বোন শাহনীলকেও, দল হারতেই কটূক্তি RCB সমর্থকদের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in