ISL 2024-25: আইএসএল শুরুর আগেই খারাপ খবর বাগান শিবিরে! উদ্বোধনী ম্যাচে অনিশ্চিত এই বিদেশি

People's Reporter: শনিবার ডুরান্ড কাপ ফাইনালের প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন আলবার্তো।
অনিশ্চিত আলবার্তো
অনিশ্চিত আলবার্তোছবি - মোহনবাগানের ফেসবুক পেজ
Published on

আইএসএল শুরুর আগে খারাপ খবর মোহনবাগান সমর্থকদের জন্য। আগামী ১৩ সেপ্টেম্বর যুবভারতীতে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই এফসির বিরুদ্ধে নামবে মোহনবাগান। কিন্তু প্রথম ম্যাচে অনিশ্চিত বাগান ডিফেন্সকে ভরসা দেওয়া আলবার্তো রডরিগেজ। ডুরান্ড ফাইনালে তিনি চোট পেয়েছিলেন।

শনিবার ডুরান্ড কাপ ফাইনালের প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন আলবার্তো। পরে বাগান কোচ হোসে মোলিনাও জানান, “রডরিগেজের চোট রয়েছে। সেই কারণেই তাঁকে তুলে নিতে হয়েছিল।” ফলে মোহনবাগান ডিফেন্স নিয়ে চিন্তা থাকছেই।

ডুরান্ড কাপ ফাইনালে নর্থ ইষ্টের কাছে হেরে মোহনবাগান কোচ মোলিনা জানান, "আমি অবশ্যই খুশি নই। কারণ, আমি একটা ভালো ম্যাচ খেলে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চেয়েছিলাম। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হিসেবে আইএসএলে যেতে চেয়েছিলাম। তবে ফুটবলে কখনও জয় আসে, কখনও হার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, আমাদের পরিশ্রম করে যেতে হবে, যাতে ক্রমশ উন্নতি করা যায়। আমি এই মানসিকতা নিয়েই কাজ করি।“

তিনি আরও জানান, "আমার কাছে সব টুর্নামেন্টই সমান গুরুত্বপূর্ণ। সে আইএসএল হোক বা এএফসি। প্রতি ম্যাচেই জার্সির সম্মান বজায় রাখার জন্য আমরা খেলি। পরের ম্যাচগুলোও একই রকম গুরুত্বপূর্ণ আমাদের কাছে। নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করব। সম্ভাব্য সেরা দলই মাঠে নামাব"।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in