ISL 2023-24: নেই সুনীল ছেত্রী, তবুও বেঙ্গালুরুকে নিয়ে চিন্তায় বাগান কোচ

People's Reporter: ফেরান্দো বলেন, ম্যাচ বেশ কঠিন হতে চলেছে। বেঙ্গালুরু ভালো দল। ওদের গতবারের দলের খেলোয়াড়রা বেশিরভাগই রয়েছে।
হুয়ান ফেরান্দো
হুয়ান ফেরান্দোছবি - সংগৃহীত

আজ যুবভারতীতে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। পাঞ্জাব এফসিকে হারিয়ে আইএসএল অভিযান শুরু করেছে মোহনবাগান। তবে সুনীলবিহীন বেঙ্গালুরুকে নিয়ে সতর্ক বাগান কোচ।

মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো বলেন, "দলের এখনও অনেক উন্নতি প্রয়োজন। খুঁটিনাটি অনেক ব্যাপারেই সংশোধন দরকার। আমি খুশি দলের ছেলেদের পরিশ্রম সফল হয়েছে বলে। ওরা খুবই পরিশ্রম করে। মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরও সময় পেলে আরও উন্নতি করতে পারবো"।

বেঙ্গালুরু যে একই রকম শক্তিশালী দল রয়েছে, তা স্বীকার করে নিয়ে ফেরান্দো বলেন, "ম্যাচ বেশ কঠিন হতে চলেছে। বেঙ্গালুরু ভালো দল। ওদের গতবারের দলের খেলোয়াড়রা বেশিরভাগই রয়েছে। একই পরিকল্পনা নিয়ে খেলছে ওরা। আমাদের অনেক খুঁটিনাটি ব্যাপারে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ, প্রতিপক্ষ প্রায়ই তাদের কৌশল, পরিকল্পনা বদলাতে পারে"।

অন্যদিকে, বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রী বর্তমানে এশিয়ান গেমসের জন্য চীনে রয়েছেন। সেই কারণে বেঙ্গালুরুর আক্রমণ ভাগে কিছুটা হলেও শক্তি কমেছে। বিষয়টি মেনে নিয়ে বেঙ্গালুরু কোচ সিমন গ্রেসন বলেন, "সুনীলের মতো খেলোয়াড় দলে না থাকাটা অনেক বড় ব্যাপার। আপাতত ওকে বাদ দিয়ে দল নামাতে হবে। ফুটবলে হার-জিত থাকে। মোহনবাগান গতবারের আইএসএল চ্যাম্পিয়ন। ওদের বিরুদ্ধে কঠিন লড়াই হবে।"

হুয়ান ফেরান্দো
Asian Games 2023: এশিয়াডে পঞ্চম সোনা ভারতের, শ্যুটিং-র হাত ধরে ফের পদক জয়

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in