Asian Games 2023: এশিয়াডে পঞ্চম সোনা ভারতের, শ্যুটিং-র হাত ধরে ফের পদক জয়

People's Reporter: সিফট কউর সামরার হাত ধরে শ্যুটিং-র ব্যক্তিগত বিভাগে সোনা পেলো ভারত। ওই একই বিভাগে আশি চোক্সি ব্রোঞ্জ অর্জন করেছেন।
ফের সোনা জয় ভারতের
ফের সোনা জয় ভারতেরছবি - সাই মিডিয়ার ট্যুইটার

এশিয়ান গেমসে পঞ্চম সোনা জিতলো ভারত। সিফট কউর সামরার হাত ধরে শ্যুটিং-র ব্যক্তিগত বিভাগে সোনা পেলো ভারত। ওই একই বিভাগে আশি চোক্সি ব্রোঞ্জ অর্জন করেছেন। দলগত বিভাগে আশি ও সিফট জিতেছেন রুপো।

ফের শ্যুটিং বিভাগে পদক জিতলো ভারত। ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসে মহিলাদের ব্যক্তিগত ও দলগত বিভাগের খেলা ছিল। তাতেই বাজিমাত। এই খেলায় তিনটি বিভাগ থাকে। প্রথমে নিলিং, দ্বিতীয় বিভাগে প্রোন এবং তৃতীয় বিভাগে স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং- থেকে শুরু হয় নকআউট। ৪৬৯.৬ পয়েন্ট নিয়ে সোনা জেতেন সিফট এবং ৪৫১.৯ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ অর্জন করেন আশি।

দলগত বিভাগে নিলিং-এ সিফট ৫০.৪, ৫১.৭ এবং ৫২.৫ মিলিয়ে মোট ১৫৪.৬ স্কোর করেন। প্রোনে ৫২.৬, ৫২.৯ এবং ৬৩.০ মোট ১৬৮.৫ স্কোর করেন তিনি। দুটি রাউন্ড মিলিয়ে সিফটের স্কোর হয় ৩২৩.১। আশি নিলিং-এ স্কোর করেন ৫০.৬, ৪৯.৬ এবং ৫২.৩। প্রোনের তিনটি শটে স্কোর করেন ৫৩.০, ৫৩.০ এবং ৬৩.৩। দুইটি রাউন্ড মিলিয়ে আশির মোট স্কোর হয় ৩২১.৮। প্রথম থেকেই ভারতের এই দুই মহিলা শ্যুটার দ্বিতীয় স্থানে ছিলেন এবং শেষও করেছেন দ্বিতীয় স্থানে।

উল্লেখ্য, এখনও পর্যন্ত চীন জিতেছে ৫৯টি সোনা, ৩৪টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ। দক্ষিণ কোরিয়া জিতেছে ১৫টি সোনা, ১৬টি রুপো এবং ২২টি ব্রোঞ্জ। জাপান জিতেছে ৯টি সোনা, ২১টি রুপো এবং ২১টি ব্রোঞ্জ। হংকং পেয়েছে ৫টি সোনা, ৬টি রুপো এবং ১১টি ব্রোঞ্জ। উজবেকিস্তান পেয়েছে ৫টিও সোনা ৬টি রুপো এবং ১১টি ব্রোঞ্জ। ভারত জিতেছে ৫টি সোনা, ৫টি রুপো এবং ৮টি ব্রোঞ্জ।

ফের সোনা জয় ভারতের
Asian Games 2023: ৪১ বছর পর অশ্বারোহণে সোনা - এশিয়াডে তৃতীয় সোনা জয় ভারতের
ফের সোনা জয় ভারতের
CFL: লাল-হলুদ ঝড়ে উড়ে গেল খিদিরপুর! ১০ গোল দিয়ে লিগে নজির ইস্টবেঙ্গলের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in