

১০ গোল দিয়ে জয়। চলতি কলকাতা লিগে ইতিহাস। শেষ কবে কলকাতা লিগে একটা দল এতো গোলে জিতেছিল সেটা মনে করা কার্যত অসম্ভব। আইএসএলে জামশেদপুর ম্যাচ ড্র করলেও মঙ্গলবার কলকাতা লিগে ঘরের মাঠে সুপার সিক্সের ম্যাচে খিদিরপুরকে ১০-১ গোলে হারালো ইস্টবেঙ্গল। এর আগে ১৯৪৯ সালে শেষবার ইস্টবেঙ্গল কলকাতা লিগে ১০ গোল দিয়েছিল।
মঙ্গলবার প্রথম থেকেই খিদিরপুরের রক্ষণে ভাঙন ধরায় ইস্টবেঙ্গল। ম্যাচের ৬ মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করেন পিভি বিষ্ণু। ১০ মিনিটে ফের গোল করেন তিনি। ৩৮ মিনিটে বিষ্ণুর নিজের হ্যাট্রিকের সাথে দলের ৩ নম্বর গোল করেন বিষ্ণু।
এরপরে ৪১ মিনিটে মহিতোষের গোলে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। মাত্র ৭ মিনিটের মধ্যে নিজের হ্যাট্রিক পূরণ করেন মহিতোষ। ৪৫ মিনিট এবং প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২মিনিট) গোল করেন তিনি। তবে ৪৩ মিনিটে যদিও ব্যবধান কমায় খিদিরপুর। প্রথামর্ধ শেষ হয় ৬-১ ব্যবধানে।
সেকেন্ড হাফের শুরুতেই ৫১ মিনিটে ফের গোল করেন বিষ্ণু। ৫৪ মিনিটে গোল করলেন জেসিন টিকে। একের পর এক গোল হজম করে গা ছাড়া মনোভাব হয়ে যায় খিদিরপুরের। ৫৬ মিনিটে তারা গোলরক্ষক পরিবর্তন করে। তবুও কাজের কিছু হলো না। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন ভিপি সুহের। ৮২ মিনিটে ফের একটি গোল করেন সুহের। ১০-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন