মহম্মদ শামি
মহম্মদ শামিছবি - আইসিসির ফেসবুক পেজ

Mohammad Shami: বিশ্বকাপে আগুনে পারফর্ম্যান্স, অর্জুন পুরস্কারের দৌড়ে মহম্মদ শামি!

People's Reporter: সূত্রের খবর, অর্জুন পুরস্কারের জন্য প্রথমে শামির নাম ছিল না। তারকা পেসারের নাম নথিভুক্ত করার জন্য বিসিসিআই দ্রুততার সাথে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে বিশেষভাবে অনুরোধ জানায়।

অর্জুন পুরস্কারের দৌড়ে ভারতের তারকা পেসার মহম্মদ শামি। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। প্রথমে অর্জুন পুরস্কারের তালিকায় শামির নাম ছিল না। বিসিসিআই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে অনুরোধ করার পর শামির নাম নথিভুক্ত হয়েছে।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপে এককথায় অনবদ্য ছিলেন মহম্মদ শামি। দলের প্রয়োজনে একের পর এক উইকেট নেন তিনি। বলা চলে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা বিরাট, রোহিতের ব্যাটিং-র থেকে শামির বোলিং দেখার জন্য অপেক্ষা করতেন। বিশ্বকাপে মোট ২৪টি উইকেট নিয়েছেন তিনি। সেই কারণেই অর্জুন পুরস্কারের জন্য তাঁর নাম সুপারিশ করেছে বিসিসিআই।

সূত্রের খবর, অর্জুন পুরস্কারের জন্য প্রথমে শামির নাম ছিল না। তারকা পেসারের নাম নথিভুক্ত করার জন্য বিসিসিআই অতি দ্রুততার সাথে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে বিশেষভাবে অনুরোধ জানায়। ক্রীড়া মন্ত্রকও নাকি বিসিসিআই-র আবেদনে সাড়া দিয়েছে।

৩৩ বছরের পেসারকে প্রথম দু'টি ম্যাচে বসিয়ে রাখা হয়েছিল বিশ্বকাপে। কিন্তু যখনই তিনি বল হাতে নামলেন তারপর থেকে তাঁকে রিজার্ভ বেঞ্চে রেখে দেওয়ার দুঃসাহস দেখায়নি টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। সেমিফাইনালে নিউজিল্যান্ড ব্যাটিং লাইন আপে একা হাতেই কার্যত ধস নামান শামি। ৫৭ রানের বিনিময়ে তিনি নেন ৭ উইকেট।

অন্যদিকে, বিশ্বকাপের মঞ্চে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলারদে তালিকায় পঞ্চম স্থানে আছেন শামি। প্রথমে আছেন গ্লেন ম্যাকগ্রাথ (৭১), দ্বিতীয় স্থানে আছেন মুথাইয়া মুরলিথরন (৬৮), তৃতীয় স্থানে মিচেল স্টার্ক (৬৫) এবং চতুর্থ স্থানে রয়েছেন লাসিথ মালিঙ্গা (৫৬)।

মহম্মদ শামি
'আবেগ, বাংলা মানেই ফুটবল' - নতুন পথ চলা শুরু কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব ও সুলেখা কালির!
মহম্মদ শামি
Google Search: ২০২৩ সালে ভারতীয়দের সার্চের তালিকায় প্রথম দশে নেই বিরাট কোহলি!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in