Google Search: ২০২৩ সালে ভারতীয়দের সার্চের তালিকায় প্রথম দশে নেই বিরাট কোহলি!

People's Reporter: প্রথম স্থানে আছেন কিয়ারা আডবাণী, দ্বিতীয় স্থানে শুবমন গিল, তৃতীয় স্থানে রাচিন রবীন্দ্র, চতুর্থ স্থানে মহম্মদ শামি।
বিরাট কোহলি
বিরাট কোহলি ফাইল ছবি সংগৃহীত
Published on

বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়াবিদ হলেন বিরাট কোহলি। কিন্তু গুগল সার্চে জনপ্রিয় তারকাদের মধ্যে প্রথম ১০-এ স্থানই হলো না তাঁর। ওই তালিকায় প্রথম স্থানে আছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী।

২০২৩ সালে ভারতীয়রা যে সকল তারকাদের গুগলের মাধ্যমে খুঁজেছেন তার একটি তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রথম স্থানে আছেন কিয়ারা আডবাণী, দ্বিতীয় স্থানে শুবমন গিল, তৃতীয় স্থানে রাচিন রবীন্দ্র, চতুর্থ স্থানে মহম্মদ শামি, পঞ্চম স্থানে আছেন এলভিস যাদব, ষষ্ঠ স্থানে আছেন সিদ্ধার্থ মালহোত্রা, সপ্তম স্থানে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, অষ্টম স্থানে রয়েছেন ডেভিড বেকহ্যাম , নবম স্থানে আছেন সূর্যকুমার যাদব এবং দশম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রাভিস হেড। এই তালিকায় নেই রোহিত শর্মা, এম এস ধোনি, শচীন তেন্ডুলকরের মতো নামও।

শীর্ষ দশে কোহলির নাম না থাকায় কার্যত সকলেই অবাক হয়েছেন। কারণ বিরাট কোহলির ইনস্টাগ্রামে ফলোয়ার ২৬৫ মিলিয়নেরও বেশি। ফেসবুকে ফলোয়ার ৫০ মিলিয়ন এবং এক্স হ্যান্ডেলে প্রায় ৬০ মিলিয়ন ফলোয়ার রয়েছে বিরাটের। তবে গুগল সার্চের ২৫ বছরের ইতিহাস সবচেয়ে অধিক সার্চ হওয়া ক্রিকেটারের মধ্যে প্রথমে আছেন বিরাট কোহলি। এবং ২৫ বছরে সবথেকে বেশি সার্চ হওয়া অ্যাথলিটের তালিকায় শীর্ষে আছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

গুগল সার্চের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন বিভাগের সবথেকে বেশি সার্চ হওয়া ব্যাক্তি বা বস্তুর নাম প্রকাশ করেছে গুগল। সেখানে দেখা যাচ্ছে বিজ্ঞানীদের মধ্যে মানুষ সব থেকে বেশি খুঁজেছে অ্যালবার্ট আইনস্টাইনকে। পুরুষ ব্যান্ড হিসেবে 'বিটিএস' বয়েজকে নেটিজেনরা বেশি সার্চ করেছে। খেলনা হিসেবে 'বার্বি' কে সার্চ করেছে সকলে। এমনকি পোকেমনের মধ্যে 'পিকাচু'কে নেটিজেনরা সবথেকে বেশি সার্চ করেছে।

বিরাট কোহলি
Turkey: ম্যাচ শেষ হতেই রেফারিকে ঘুষি ক্লাব সভাপতির, অনির্দিষ্টকালের জন্য স্থগিত 'সুপার লিগ'
বিরাট কোহলি
IPL Auction 2024: শামির ভাই সহ বাংলার ৯ ক্রিকেটার এবার আইপিএলের নিলামে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in