সিঙ্গাপুর আন্তর্জাতিক ভারোত্তোলনে সোনা জয়, কমনওয়েলথ গেমসের যোগ্যতাও অর্জন করলেন মীরাবাঈ চানু

৫৫ কেজি বিভাগে ১৯১ কেজি ওজন তুলে শীর্ষস্থান দখল করলেন মীরাবাঈ চানু। আর এই প্রথম স্থান অধিকারের সাথে সাথেই আসন্ন কমনওয়েলথ গেমসের যোগ্যতাও অর্জন করে ফেলেছেন ভারতের অলিম্পিক্স মেডেল জয়ী ভারোত্তোলক।
মীরাবাঈ চানু
মীরাবাঈ চানুফাইল ছবি সংগৃহীত

সিঙ্গাপুর আন্তর্জাতিক ভারোত্তোলনে সোনা জিতলেন মীরাবাঈ চানু। শুক্রবার ৫৫ কেজি বিভাগে ১৯১ কেজি(৮৬ কেজি, ১০৫ কেজি) ওজন তুলে শীর্ষস্থান দখল করলেন ভারতের অলিম্পিক্স মেডেল জয়ী ভারোত্তোলক। আর এই প্রথম স্থান অধিকারের সাথে সাথেই আসন্ন কমনওয়েলথ গেমসের যোগ্যতাও অর্জন করে ফেলেছেন মীরাবাঈ।

টোকিও অলিম্পিক্সে দেশকে রূপো এনে দিয়েছেন মীরাবাঈ চানু। টোকিও থেকে ফিরে ডিসেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামতে পারেননি তিনি। তবে সিঙ্গাপুর আন্তর্জাতিক ভারোত্তোলনে নেমেই দাপট দেখালেন। এই প্রতিযোগিতায় প্রথমবার ৫৫ কেজি বিভাগে অংশ নিয়েই বাজিমাৎ করেন তিনি। প্রতিপক্ষদের ধারে কাছে ঘেঁষতেও দেননি তিনি।

সিঙ্গাপুর আন্তর্জাতিকে ১৯১ কেজি (৮৬ কেজি, ১০৫ কেজি) ওজন তুলে প্রথম হয়েছেন মীরাবাঈ চানু। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন অস্ট্রেলিয়ার জেসিকা স্টেওয়াস্টেনকো। মীরাবাঈ-এর থেকে ২৪ কেজি কম অর্থাৎ ১৬৭ কেজি (৭৭ কেজি, ৯০ কেজি) ওজন তুলে দ্বিতীয় হয়েছেন অজি প্রতিযোগিনী। ১৬৫ কেজি (৭৫ কেজি, ৯০ কেজি) ওজন তুলে তৃতীয় স্থান অর্জন করেছেন মালয়েশিয়ার এলি ক্যাসেন্ড্রা ইঙ্গলেবার্ট।

ভারোত্তোলনে ৪৭ কেজি বিভাগে কমনওয়েলথ র‌্যাংকিং-এর সৌজন্যে আগেই কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জন করেছিলেন মীরাবাঈ চানু। এবার ৫৫ কেজি বিভাগেরও টিকিট পেলেন। আগামী ২৮ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত বার্মিংহ্যামে চলবে কমনওয়েলথ গেমস।

মীরাবাঈ চানু
Tokyo Olympics: ভারতের হয়ে প্রথম পদক জয় ভারোত্তোলক মীরাবাঈ চানুর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in