Tokyo Olympics: ভারতের হয়ে প্রথম পদক জয় ভারোত্তোলক মীরাবাঈ চানুর

টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম পদক জয় করলেন ভারোত্তোলক সাইখোম মীরাবাঈ চানু। মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে তাঁর রূপো জয় দিয়েই এবারের অলিম্পিকে ভারতের পদক যাত্রা শুরু হল।
সাইখোম মীরাবাঈ চানু
সাইখোম মীরাবাঈ চানুছবি পি টি ঊষার ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম পদক জয় করলেন ভারোত্তোলক সাইখোম মীরাবাঈ চানু। মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে তাঁর রূপো জয় দিয়েই এবারের অলিম্পিকে ভারতের পদক যাত্রা শুরু হল। দীর্ঘ ২১ বছর পর ভারোত্তোলনে পদক জয় করলো ভারত। এর আগে ২০০০ সালের সিডনি অলিম্পিকে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন কর্ণম মালেশ্বরী।

এদিন মীরাবাঈ লিফটে ওজন তোলেন ২০২ কেজি। যার মধ্যে স্ন্যাচে ৮৭ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে তিনি তোলেন ১১৫ কেজি। তাঁর প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগিতায় সোনা জয়ী চীনের হোউ জিনহুই মোট ওজন তোলেন ২১০ কেজি। যার মধ্যে স্ন্যাচে ৯৪ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি ওজন তুলে সোনা জিতে নেন। এই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ইন্দোনেশিয়ার আইশা উইন্ডি কান্টিকা। তিনি মোট ওজন তুলেছেন ১৯৪ কেজি।

২৬ বছর বয়সী মীরাবাঈ চানু এদিন ২০২ কেজি ওজন তুললেও নিজের সেরার কাছে পৌঁছতে পারেননি। ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় তিনি তোলেন ১১০ কেজি। দ্বিতীয় প্রচেষ্টায় ১১৫ কেজি তুললেও শেষবার তিনি ১১৭ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হন।

- with inputs from IANS

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in