

টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম পদক জয় করলেন ভারোত্তোলক সাইখোম মীরাবাঈ চানু। মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে তাঁর রূপো জয় দিয়েই এবারের অলিম্পিকে ভারতের পদক যাত্রা শুরু হল। দীর্ঘ ২১ বছর পর ভারোত্তোলনে পদক জয় করলো ভারত। এর আগে ২০০০ সালের সিডনি অলিম্পিকে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন কর্ণম মালেশ্বরী।
এদিন মীরাবাঈ লিফটে ওজন তোলেন ২০২ কেজি। যার মধ্যে স্ন্যাচে ৮৭ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে তিনি তোলেন ১১৫ কেজি। তাঁর প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগিতায় সোনা জয়ী চীনের হোউ জিনহুই মোট ওজন তোলেন ২১০ কেজি। যার মধ্যে স্ন্যাচে ৯৪ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি ওজন তুলে সোনা জিতে নেন। এই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ইন্দোনেশিয়ার আইশা উইন্ডি কান্টিকা। তিনি মোট ওজন তুলেছেন ১৯৪ কেজি।
২৬ বছর বয়সী মীরাবাঈ চানু এদিন ২০২ কেজি ওজন তুললেও নিজের সেরার কাছে পৌঁছতে পারেননি। ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় তিনি তোলেন ১১০ কেজি। দ্বিতীয় প্রচেষ্টায় ১১৫ কেজি তুললেও শেষবার তিনি ১১৭ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হন।
- with inputs from IANS
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন