Mirabai Chanu: প্রত্যাশামতোই জাতীয় গেমসে সোনা মীরাবাঈ চানুর

মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলনে মণিপুরের হয়ে প্রতিযোগীতায় নেমে ক্লিন অ্যান্ড জার্ক ও স্ন্যাচ মিলিয়ে মোট ১৯১ কেজি ওজন তোলেন তিনি। সম্প্রতি প্রশিক্ষণের সময় বাম হাতের কব্জিতে আঘাত পেয়েছিলেন চানু।
সোনা জয় মীরাবাঈ চানুর
সোনা জয় মীরাবাঈ চানুরছবি সৌজন্যে SAI MEDIA টুইটার হ্যান্ডেল
Published on

প্রত্যাশামতোই ৩৬ তম ন্যাশনাল গেমসে সোনা জিতলেন টোকিও অলিম্পিক্সে রূপো জয়ী সাঁইখোম মীরাবাঈ চানু। শুক্রবার মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলনে মণিপুরের হয়ে প্রতিযোগীতায় নেমে ক্লিন অ্যান্ড জার্ক ও স্ন্যাচ মিলিয়ে মোট ১৯১ কেজি ওজন তোলেন তিনি। আগস্টে কমনওয়েলথ গেমসে সোনা জয়ী চানু এদিন স্ন্যাচে তোলেন ৮৪ কেজি ওজন এবং ক্লিন এন্ড জার্কে তোলেন ১০৭ কেজি।

স্ন্যাচে মীরাবাঈ প্রথম প্রয়াসে তোলেন ৮১ কেজি। এরপর দ্বিতীয় প্রয়াসে অনায়াসেই চানু তুলে নেন ৮৪ কেজি। সম্প্রতি এনআইএস, পাতিয়ালায় প্রশিক্ষণের সময় বাম হাতের কব্জিতে আঘাত পেয়েছিলেন চানু। ডিসেম্বরে রয়েছে বিশ্বচ্যাম্পিয়নশীপ। তাই তিনি এদিন ঝুঁকি নিলেন না। দ্বিতীয় প্রয়াসে বাকিদের থেকে এগিয়ে থাকা চানু তৃতীয় প্রয়াসে অংশ নিলেন না। তা সত্ত্বেও হাসতে হাসতে সোনা জিতলেন মণিপুরী কন্যা।

সোনা জয়ের পর চানু বলেন, "জাতীয় গেমসে মণিপুরের প্রতিনিধিত্ব করা আমার জন্য একটি গর্বের মুহূর্ত, এবং যখন উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে দলটির নেতৃত্ব দিতে বলা হয় তখন উত্তেজনা দ্বিগুণ হয়ে যায়। আমার ইভেন্ট পরের দিন শুরু হওয়ার কথা ছিল সেই সাথে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ায় সাধারণত ব্যস্ত হয়ে পড়েছিলাম, তবে আমি অনুভব করেছি যে এই সময় আমাকে অবশ্যই চ্যালেঞ্জ নিতে হবে।"

ন্যাশনাল গেমসে সোনা জয়ের পর মীরাবাঈ-এর এখন পাখির চোখ বিশ্ব চ্যাম্পিয়নশীপে এবং আগামী বছর অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসে। পিঠের চোটের কারণে ২০১৮ এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি চানু। আগামী বছর প্রথমবার এশিয়াডে অংশ নেবেন তিনি। তবে তার আগে বিশ্বচ্যাম্পিয়নশীপে নিজের সেরাটা দিতে চান বলে জানান অলিম্পিক্স পদক জয়ী ভারোত্তোলক।

এই প্রতিযোগীতায় এদিন রূপো জিতলেন প্রায় সাড়ে চার বছর পর কামব্যাক করা সঞ্জিতা চানু। মোট ১৮৭ কেজি ওজন তোলেন সঞ্জিতা। স্ন্যাচে ৮২ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ভার তোলেন ১৮৫ কেজি। এই লড়াইয়ে ব্রোঞ্জ জিতলেন ওড়িশার স্নেহা সোরেন। স্নেহা স্ন্যাচে ৭৩ কেজি এবং ক্লিন এন্ড জার্কে ৯৬ কেজি মিলিয়ে মোট ১৬৯ কেজি ওজন তোলেন।

সোনা জয় মীরাবাঈ চানুর
Indian Super League 2022: যে পাঁচ গোলকিপারের খেলা দেখার জন্য অধীর আগ্রহে ফুটবলপ্রেমীরা
সোনা জয় মীরাবাঈ চানুর
IND VS SA: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাকি দুই ম্যাচে নেই বুমরাহ, দলে এলেন মহম্মদ সিরাজ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in