EPL: চেলসির কোচ হয়ে চার বছর পর প্রিমিয়ার লীগে মাউরিসিও

সোমবার আনুষ্ঠানিক ভাবে ৫১ বর্ষীয় আর্জেন্টাইন কোচকে হেড কোচের দায়িত্ব দেওয়ার বিষয় নিশ্চিত করেছে ব্লুজরা। পচেত্তিনোর সাথে চুক্তি হয়েছে দুই বছরের।
মাউরিসিও পচেত্তিনো
মাউরিসিও পচেত্তিনোছবি - সংগৃহীত
Published on

প্রিমিয়ার লীগ ক্লাব চেলসির নতুন কোচ হিসেবে নিযুক্ত হলেন মাউরিসিও পচেত্তিনো। মরশুম শেষ হতেই সোমবার আনুষ্ঠানিক ভাবে ৫১ বর্ষীয় আর্জেন্টাইন কোচকে হেড কোচের দায়িত্ব দেওয়ার বিষয় নিশ্চিত করেছে ব্লুজরা। পচেত্তিনোর সাথে চুক্তি হয়েছে দুই বছরের। সঙ্গে আরও এক বছর মেয়াদ বাড়ানোর পথও খোলা রাখা হয়েছে। টটেনহ্যাম হটস্পারের দ্বারা বরখাস্ত হওয়ার চার বছর পর প্রিমিয়ার লীগে ফের দেখা যাবে পচেত্তিনোকে।

২০২২ সালে প্যারিস সাঁ জার্মেইন ছেড়ে আসার পর কাজের বাইরে ছিলেন পচেত্তিনো। এবারের মরশুমে একদমই ছন্দে ছিল না ব্লুজরা। ৩৮ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তারা মরশুম শেষ করেছে পয়েন্ট টেবিলের ১২ নম্বর স্থানে। তাই মরশুম শেষ হতেই কোচ বেছে নিলো লন্ডনের ক্লাবটি।

চেলসি প্রাক্তন স্প্যানিশ ম্যানেজার লুইস এনরিকে এবং জুলিয়ান নাগেলসম্যানের সাথে আলোচনা করার পর পচেত্তিনোকেই বেছে নিয়েছে। পচেত্তিনো এপ্রিলেই চেলসির দায়িত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু সিজন শেষ না হওয়া পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্থগিত রাখা হয়।

সোমবার চুক্তির বিষয়ে চেলসির ডিরেক্টর লওরেন্স স্টুয়ার্ট বলেন, "মাউরিসিওর অভিজ্ঞতা, কাজের মান, নেতৃত্বগুন এবং তাঁর চরিত্র চেলসিকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। তিনি একজন বিজয়ী কোচ যিনি ভিন্ন ভিন্ন লীগে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। তাঁর নীতি, ট্যাকটিকস ও কাজের প্রতি অঙ্গীকার অন্যদের চেয়ে তাঁকে ব্যতিক্রম হিসেবে প্রমাণ করেছে।"

মাউরিসিও পচেত্তিনো
'আমরা ভিখারি নই, যেতে চাইলে চলে যাক' - ইনভেস্টর এবং মহামেডান স্পোর্টিং কর্তাদের মধ্যে দ্বন্দ্ব চরমে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in