ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে রণক্ষেত্র স্টেডিয়াম - দু'দলের সমর্থকদের হাতাহাতি, পুলিশের লাঠিচার্জ

People's Reporter: ভারতীয় সময় বুধবার সকাল সাড়ে ৬টা থেকে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ছিল।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের দৃশ্য
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের দৃশ্যছবি - ট্যুইটার

ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ নিয়ে কুরুক্ষেত্র ব্রাজিলের রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়াম। । দু'দলের সমর্থকদের মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ বাধে। একাধিক সমর্থক রক্তাক্তও হন। যার জেরে ম্যাচ নির্ধারিত সময় থেকে ৩০ মিনিট পরে শুরু হয়।

ভারতীয় সময় বুধবার সকাল সাড়ে ৬টা থেকে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ছিল। কিন্তু ম্যাচ শুরুর আগেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করেন ব্রাজিলিয়ান পুলিশ। লাঠির আঘাতে একাধিক আর্জেন্টাইন সমর্থকের মাথা ফেটে যায়।

ব্রাজিলিয়ান পুলিশকে আটকাতে দর্শকাসনের দিকে ছুটে যায় গোটা আর্জেন্টাইন দল। গোলরক্ষক এমিলিয়ান মার্টিনেজকে দেখা যায় নিজের হাত দিয়ে পুলিশকে বাধা দিচ্ছেন। মেসিও প্রতিবাদ করেন ব্রাজিলিয়ান পুলিশের কাজে। প্রায় আধঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে খেলা চালু হয়।

ম্যাচের শুরু থেকেই দু'দলই আক্রমণাত্মক খেলতে শুরু করে। দুই পক্ষই আগের ম্যাচ হেরে আজ মাঠে নেমেছিল। ঘরের মাঠ হওয়ার কারণে চাপে ছিল নেইমারহীন ব্রাজিল। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে। ম্যাচের ৬৩ মিনিটে ওটামেন্ডির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ১-০ গোলেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

খেলার মধ্যেও বচসায় জড়িয়ে পড়েন দুই দলের প্লেয়াররা। মেসির সাথেও হাতাহাতি হয় ব্রাজিলিয়ান প্লেয়ারদের। যদিও রেফারির হস্তক্ষেপে মাঠেই শেষ হয়ে যায় বচসা।

এই মুহূর্তে পয়েন্টস টেবিলে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ৬ ম্যাচ খেলে ৫টিতে জিতে তাদের পয়েন্ট ১৫। দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কলোম্বিয়া। ব্রাজিল রয়েছে ষষ্ঠ স্থানে। ৬ ম্যাচে মাত্র ২টিতে জিতেছে তারা। ১টি ড্র এবং ৩টি হেরে ৭ পয়েন্ট নিয়েছে।

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের দৃশ্য
'ভারতীয় ফুটবল সোনার খনি, শুধু আবিষ্কারের অপেক্ষা' - মন্তব্য কিংবদন্তি কোচ ওয়েঙ্গারের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in