Manoj Tiwari: তৃতীয় ভারতীয় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান মনোজের

People's Reporter: মনোজের আগে রয়েছেন চেতেশ্বর পূজারা (১২৮১৬) এবং ওয়াসিম জাফর (১৪৬০৯)। জাফর আর পূজারা ২ জনই ভারতের হয়ে টেস্ট ম্যাচে খেলেছেন।
মনোজ তিওয়ারি
মনোজ তিওয়ারিছবি - মনোজ তিওয়ারির ফেসবুক পেজ

বয়স ৪০ ছুঁইছুঁই রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারির। তবে এই বয়সেও নিজেকে প্রমাণ করে চলেছেন। আসামের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল ৪ উইকেটে ২৪২। প্রথম দিনের শেষে ৬৮ রানে অপরাজিত ছিলেন মনোজ। আর দ্বিতীয় দিন সেঞ্চুরি করলেন বাংলার অধিনায়ক।

মনোজ যখন মাঠ ছাড়েন বাংলার স্কোর তখন ৭ উইকেটে ৩০৭। বাংলার প্রথম ইনিংস শেষ হয় ৪০৫ রানে। একইসঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করলেন। ১০ হাজার রান করার জন্য তাঁর মাত্র ৩৮ রান দরকার ছিল। আসামের বিরুদ্ধে এই রান পূর্ণ করে ফেললেন বাংলার অধিনায়ক। এই নজির গড়ার পর সতীর্থদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন মনোজ। ওয়াসিম জাফর আর চেতেশ্বর পূজারার পরে তৃতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন।

মনোজের আগে রয়েছেন চেতেশ্বর পূজারা (১২৮১৬) এবং ওয়াসিম জাফর (১৪৬০৯)। জাফর আর পূজারা ২ জনই ভারতের হয়ে টেস্ট ম্যাচে খেলেছেন। কিন্তু মনোজ খেলেননি।

২০০৪ সালে বাংলার হয়ে খেলা শুরু করেন তিনি। একটাই টার্গেট বাংলাকে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন করা। আর তাইতো অবসর ভেঙে ফিরে এসেছেন। এবারই সম্ভবত শেষ রঞ্জি মরসুম তাঁর। গত ৩ ম্যাচে বাংলা ভালো খেললেও একটা ম্যাচেও তাঁদের ৬ পয়েন্ট আসেনি। আসাম ম্যাচে টিম মনোজের টার্গেট ৬ পয়েন্ট।

মনোজ তিওয়ারি
Australian Open: 'বুড়ো'র কাছে হার মানলো তারুণ্য! অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বোপান্না-এবডেন জুটি
মনোজ তিওয়ারি
Indonesian Masters: ইন্দোনেশিয়ান মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে লক্ষ্য ও জর্জ, বিদায় প্রণয়-শ্রীকান্তের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in