UCL: কোয়ার্টার ফাইনালে ম্যান সিটি, পাঁচ গোল করে একাধিক রেকর্ড গড়লেন হলান্ড!

মাত্র ২৫ ম্যাচ খেলেই উয়েফা চ্যাম্পিয়নস লীগে এখন হলান্ডের গোলসংখ্যা ৩০। সবচেয়ে কম ম্যাচ খেলে ৩০ গোলের মালিক হলেন এই ম্যান সিটি তারকা।
একাই করলেন ৫ গোল
একাই করলেন ৫ গোলছবি - আর্লিং হলান্ডের ট্যুইটার
Published on

লাইপজিগকে গোল বন্যায় ভাসিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে পা রাখলো ম্যানচেস্টার সিটি। স্কাই ব্লুজদের হয়ে একাই পাঁচ গোল করলেন আর্লিং ব্রুট হলান্ড। নরওয়ের এই স্ট্রাইকার গড়লেন একাধিক রেকর্ড। আরবি লাইপজিগকে ৭-০ গোলে পর্যুদস্ত করে শেষ আটে ম্যান সিটি।

মাত্র ২৫ ম্যাচ খেলেই উয়েফা চ্যাম্পিয়নস লীগে এখন হলান্ডের গোল সংখ্যা ৩০। সবচেয়ে কম ম্যাচ খেলে ৩০ গোলের মালিক হলেন এই ম্যান সিটি তারকা। এছাড়াও সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবেও চ্যাম্পিয়নস লীগে ৩০ গোল করলেন হলান্ড। পেছনে ফেললেন কিলিয়ান এমবাপ্পেকে। পিএসজি তারকা এমবাপ্পে ২২ বছর ৩৫২ দিন বয়সে চ্যাম্পিয়নস লীগে ৩০ গোল করেছিলেন। হলান্ড ২২ বছর ২৩৬ দিনে এই মাইলস্টোন স্পর্শ করলেন।

চ্যাম্পিয়নস লীগের নক আউট পর্বে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে এক ম্যাচে পাঁচ গোলের রেকর্ড গড়লেন হলান্ড। ২০১২ সালে বায়ার লেভারকুসেনের বিপক্ষে পাঁচ গোল করেছিলেন লিওনেল মেসি। এছাড়াও মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লীগের এক ম্যাচে পাঁচ গোলের কীর্তিও গড়লেন হলান্ড। মেসি ছাড়া ২০১৪ সালে লুইজ আদ্রিয়ানো করেছিলেন পাঁচ গোল।

শেষ ষোলোর প্রথম লেগে লাইপজিগের ঘরের মাঠে ড্র নিয়ে ফিরেছিল সিটি। কোয়ার্টারে পৌঁছাতে হলে এই ম্যাচ তাদের জিততেই হতো। দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠে জার্মান ক্লাবটিকে হারিয়ে কোয়ার্টারের টিকিট কাটলো পেপ গার্দিওলার দল। এদিন প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন হলান্ড। দ্বিতীয়ার্ধে করেন আরও দুই গোল। সিটির হয়ে বাকি দুটি গোলের একটি করে আসে ইলকে গুন্দোগান এবং কেভিন ডি ব্রুইনের পা থেকে।

একাই করলেন ৫ গোল
FIFA World Cup 26: ফর্ম্যাট চূড়ান্ত! আগামী বিশ্বকাপে ৩২-এর জায়গায় খেলবে ৪৮ দল

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in