Malaysia Masters: কোয়ার্টার ফাইনালে সিন্ধু, প্রতিপক্ষ সেই 'নেমেসিস' তাই জু ইয়ং

কোয়ার্টার ফাইনালে সিন্ধুর কাছে কঠিন চ্যালেঞ্জ। সিন্ধু মুখোমুখি হবেন চীনা তাইপের শাটলার তাই জু ইয়ং। গত সপ্তাহেই তাই জু'র কাছে মালয়েশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরেছিলেন সিন্ধু।
পি ভি সিন্ধু
পি ভি সিন্ধুফাইল ছবি মাই গভ ইন্ডিয়া ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

চীনা প্রতিপক্ষ ঝ্যাং ই ম্যানকে স্ট্রেট সেটে হারিয়ে মালয়েশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের এক নম্বর শাটলার পিভি সিন্ধু। দু'বারের অলিম্পিক্স পদক জয়ী সিন্ধু মাত্র ২৮ মিনিটের লড়াইয়ে ঝ্যাং ই ম্যানকে দ্বিতীয় রাউন্ডে পর্যুদস্ত করেন। সপ্তম বাছাই সিন্ধুর পক্ষে ম্যাচের ফলাফল ২১-১২, ২১-১০।

প্রথম দুই রাউন্ডে সহজ জয় তুলে নিলেও কোয়ার্টার ফাইনালে হায়দরাবাদি শাটলারের কাছে কঠিন চ্যালেঞ্জ। কারণ শেষ আটে সিন্ধু মুখোমুখি হবেন, তাঁর কাছে কার্যত নেমেসিসে পরিণত হওয়া চীনা তাইপের শাটলার তাই জু ইয়ং। গত সপ্তাহেই তাই জু'র কাছে মালয়েশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে ছিলেন সিন্ধু। মুখোমুখি লড়াইয়ে ভারতীয় তারকার বিপক্ষে ৫-১৬ ব্যবধানে এগিয়ে রয়েছেন চীনা তাইপের বিশ্বের দু' নম্বর এই খেলোয়াড়।

মালয়েশিয়া ওপেনে হতাশাজক ভাবে ছিটকে যাওয়ার পর এখনও পর্যন্ত মালয়েশিয়া মাস্টার্সে দুরন্ত ছন্দ দেখিয়েছেন সিন্ধু। চীনের হি বিং জিয়াওকে প্রথম রাউন্ডে হারিয়ে নিয়েছেন ইন্দোনেশিয়া ওপেনে হারের বদলা। এই হেং বি জিয়াওর কাছে হেরেই ইন্দোনেশিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে যেতে হয়েছিলো তাঁকে।

পুরুষদের সিঙ্গলসে চীনের লি সে ফেংকের কাছে ১৪-২১, ১৭-২১ গেমে হেরে ছিটকে গেলেন বি সাঁই প্রণীথ। আজই কোর্টে নামবেন ভারতের অপর দুই তারকা এইচএস প্রণয় এবং পারুপল্লী কাশ্যপ।

পি ভি সিন্ধু
Malaysia Open: টানা ছ'বার তাই জু ইয়ং-এর কাছে হার সিন্ধুর, জোনাটানের কাছে হেরে বিদায় প্রণয়েরও

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in