East Bengal: ভারতীয় দলে সুযোগ পেয়ে ইস্টবেঙ্গলকে ধন্যবাদ জানালেন মহেশ

People's Reporter: মহেশ বলেন, "ইস্টবেঙ্গলে খেলার সুযোগ পাওয়া আমার কাছে সম্মানের। ক্লাবে নিয়মিত খেলার সুযোগ পাই বলে জাতীয় দলেও ডাক পেয়েছি। এই ক্লাবে থেকে আরও উন্নতি করতে চাই"।
নাওরেম মহেশ সিং
নাওরেম মহেশ সিংছবি - ইস্টবেঙ্গল ক্লাবের ফেসবুক পেজ

ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ইস্টবেঙ্গলকে ধন্যবাদ জানালেন ভারতীয় ফুটবলের নতুন তারকা উইঙ্গার নাওরেম মহেশ সিং। গত মরশুমে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পরেই তিনি ভারতীয় দলে ডাক পান। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি। দেশের হয়ে ইতিমধ্যে গোলও করেছেন। ১৩টি ম্যাচ খেলে তিনটি গোল করেছেন মহেশ এবং একটি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি।

সম্প্রতি মহেশের সাথে আরও তিন মরশুমের জন্য চুক্তি করেছে ইস্টবেঙ্গল। আর কোনও ভারতীয় ফুটবলারের সঙ্গে এমন চুক্তি এখন পর্যন্ত করেনি লাল-হলুদ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মহেশ বলেন, "ইস্টবেঙ্গলে খেলার সুযোগ পাওয়া আমার কাছে সম্মানের। ক্লাবে নিয়মিত খেলার সুযোগ পাই বলে জাতীয় দলেও ডাক পেয়েছি। এই ক্লাবে থেকে আরও উন্নতি করতে চাই"।

তিনি আরও বলেন, "কোচ ও সাপোর্ট স্টাফ নিয়মিত আমার পারফরম্যান্স নিয়ে বিস্তারিত তথ্য আমাকে দেন। এগুলোর ওপর ভিত্তি করে আশা করি, আরও উন্নতি করতে পারব। তবে কখনও কোনও চাপ অনুভব করি না, বরং আনন্দ পাই বেশি"।

চলতি আইএসএলেও যথেষ্ট ভাল ফর্মে রয়েছেন মণিপুরী তারকা। ২৪ বছর বয়সী তারকা উইঙ্গার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে একটি গোলও করেছেন। সেই গোলটিও অসাধারণ ছিল। নন্দকুমার শেখরের মাপা থ্রু বল পেয়ে নিখুঁত ভাবে গোলে রাখেন মহেশ। গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুরও কিছু করার ছিল না।

নাওরেম মহেশ সিং
Cricket World Cup 2023: হার্দিকের চোট! ৬ বছর পর বল হাতে বিরাট কোহলি
নাওরেম মহেশ সিং
সন্তোষ ট্রফির মূল পর্বে উঠতে ব্যর্থ বাংলা, নাম না করে আইএফএ কর্তাদের দিকে আঙুল তুললেন কোচ!

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in