Madrid Open: WTA1000 ট্রফি জিতে প্রথম আরব মহিলা হিসেবে ইতিহাস গড়লেন ওন্স জাবেউর

ওন্স জাবেউরের এটি দ্বিতীয় ডব্লিউটিএ ট্রফি। এদিনের জয়ের ফলে সোমবার কেরিয়ারের সর্বোচ্চ র‌্যাংকিং - ৭ এ উঠে আসছেন তিনি।
ওন্স জাবেউর
ওন্স জাবেউরফাইল চিত্র - সংগৃহীত

মহিলাদের সিঙ্গলসে মাদ্রিদ ওপেন জিতে ইতিহাস গড়লেন তিউনিশিয়ার মহিলা টেনিস তারকা ওন্স জাবেউর। যুক্তরাষ্ট্রের টেনিস তারকা জেসিকা পেগুলাকে ফাইনালে হারিয়ে প্রথম আরব বা আফ্রিকান খেলোয়াড় হিসাবে WTA1000 শিরোপা জিতে নজির গড়লেন জাবেউর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে তিউনিশিয়ার তারকা জাবেউরের পক্ষে ম্যাচের ফলাফল ৭-৫, ০-৬,৬-২।

ওন্স জাবেউরের এটি দ্বিতীয় ডব্লিউটিএ ট্রফি। এদিনের জয়ের ফলে সোমবার কেরিয়ারের সর্বোচ্চ র‌্যাংকিং - ৭ এ উঠে আসছেন তিনি। পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে মিলিয়েই প্রথম আরব খেলোয়াড় হিসেবে টেনিসের বিশ্ব র‌্যাংকিং-এ শীর্ষ দশের মধ্যে জায়গা করে নিচ্ছেন ওন্স জাবেউর।

২০২২ সালে সবমিলিয়ে এখনও পর্যন্ত মোট ২০টি জয় পেয়েছেন তিউনিশিয়ার এই টেনিস তারকা। যার মধ্যে চলতি মরশুমে এখন পর্যন্ত ক্লে কোর্টে ১২টি জয় পেয়েছেন জাবেউর। আগামীকাল থেকে শুরু হতে চলা রোমের WTA1000 ইভেন্টের জন্যেও বেশ আত্মবিশ্বাসী তিনি।

অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে রবিবার ভারতীয় সময় রাত দশটায় পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন কার্লোস আলকারাজ এবং আলেক্সান্ডার জভেরেভ। গতকাল নোভাক জকোভিচকে ৬-৭(৫-৭), ৭-৫, ৭-৬(৭-৫) সেটে হারিয়ে ফাইনালে পৌঁছান ১৯ বর্ষীয় তরুণ স্প্যানিশ কার্লোস আলকারাজ। অন্য সেমিফাইনালে স্টেফানোস সিতিসিপাসকে ৬-৪, ৩-৬, ৬-২ ফলাফলে হারিয়ে ফাইনালে পৌঁছান জার্মানির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জভেরেভ।

ওন্স জাবেউর
Madrid Open: নাদালের পর জকোভিচকেও হারিয়ে ফাইনালে স্পেনের উদীয়মান তারকা কার্লোস আলকারাজ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in