Madrid Open: নাদালের পর জকোভিচকেও হারিয়ে ফাইনালে স্পেনের উদীয়মান তারকা কার্লোস আলকারাজ

বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে হারালেন ১৯ বছরের তরুণ তারকা আলকারাজ। ৩ ঘন্টা ৩৪ মিনিটের হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর আলকারাজের পক্ষে ম্যাচের ফলাফল ৬-৭(৫-৭), ৭-৫, ৭-৬(৭-৫)।
কার্লোস আলকারাজ
কার্লোস আলকারাজছবি মাদ্রিদ ওপেনের টুইটার হ্যান্ডেলের সৌজন্যে

রাফায়েল নাদালের পর নোভাক জকোভিচকেও হারিয়ে দিলেন স্পেনের উদীয়মান তারকা কার্লোস আলকারাজ। মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে টান টান উত্তেজনার রুদ্ধশ্বাস ম্যাচে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে হারালেন ১৯ বছরের তরুণ তারকা আলকারাজ। ৩ ঘন্টা ৩৪ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আলকারাজের পক্ষে ম্যাচের ফলাফল ৬-৭(৫-৭), ৭-৫, ৭-৬(৭-৫)। রবিবার মাদ্রিদ ওপেনের ফাইনালে স্প্যানিশ তারকা মুখোমুখি হবেন চতুর্থ বাছাই স্টেফানোস সিতিসিপাস অথবা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলেক্সান্ডার জভেরেভর।

ম্যাচটা সহজ হবে না, তা আগেই জানিয়েছিলেন জকোভিচ। ঠিক তেমনটাই হলো। প্রথম সেটে টাইব্রেকারে জয় তুলে নেয় জকোভিচ। দ্বিতীয় সেটে হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর ৭-৫ ব্যবধানে জয় নিয়ে কামব্যাক করেন আলকারাজ। তৃতীয় সেটে স্নায়ুর লড়াইয়ে অভিজ্ঞ জকোভিচের বিপক্ষে মেরুদন্ড সোজা করে দাঁড়িয়ে থেকে রুদ্ধশ্বাস এক জয় তুলে নেয় স্প্যানিশ তারকা। তৃতীয় সেটও নির্ধারণ হয় টাইব্রেকারের মাধ্যমে।

গতকাল স্বদেশীয় প্রতিপক্ষ ২১ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী মহাতারকা রাফায়েল নাদালকে হারিয়ে জকোভিচকে ইঙ্গিত দিয়েছিলেন যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই আলকারাজ এসেছেন। কোয়ার্টার ফাইনালে নাদালের বিপক্ষে ৬-২, ১-৬, ৬-৩ সেটে জয় তুলে নেন তিনি।

ফাইনালে আলকারাজের সামনে কঠিন চ্যালেঞ্জ। রবিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই, গ্রীসের স্টেফানোস সিতিসিপাস এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির আলেক্সান্ডার জভেরেভ। এই দুই তারকার মধ্যে যিনি জয়ী হবেন, তাঁর বিরুদ্ধে ফাইনালে নামবেন আলকারাজ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in