Mohammedan: আনন্দের মাঝেও দুঃখের ছায়া মহামেডানে! আশ্বাস দিয়েও ইনভেস্টর হচ্ছে না লুলু গোষ্ঠী

People's Reporter: গত বছর স্পেন সফর থেকে ফেরার সময় দুবাইয়ে বাণিজ্যিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী লুলু গ্রুপকে মহামেডান স্পোর্টিং ক্লাবের লগ্নিকারী হতে অনুরোধ করেছিলেন ৷
আই লিগ জয়ের পর উচ্ছ্বাস মহামেডানে
আই লিগ জয়ের পর উচ্ছ্বাস মহামেডানেছবি - সংগৃহীত
Published on

১ ম্যাচ বাকি থাকতেই আই লিগ জিতে আগামী মরসুমে আইএসএল-এ খেলবে মহামেডান স্পোর্টিং। বিমানবন্দর থেকে হুডখোলা বাসে শহর পরিক্রমা করিয়ে ক্লাবে নিয়ে আসেন চ্যাম্পিয়নরা। তারপর চলে সেলিব্রেশন ৷ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রীর তরফে শুভেচ্ছা বার্তা পৌঁছেছে ক্লাবে ৷

এই আনন্দের মুহূর্তেও কিন্তু চিন্তা কাটছে না সাদা-কালো কর্তাদের। আইএসএলে অংশগ্রহণের জন্য দলগঠনে বিশাল টাকা দরকার যা আই লিগের দলগঠনের খরচের ১০ গুন। বর্তমান লগ্নিকারি বাঙ্কার হিলস ৫১ শতাংশ অংশীদারিত্ব নিয়ে বসে আছে ৷ বাকি ৪৯ শতাংশ ক্লাবের হাতে ৷ গত বছর স্পেন সফর থেকে ফেরার সময় দুবাইয়ে বাণিজ্যিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী লুলু গ্রুপকে মহামেডান স্পোর্টিং ক্লাবের লগ্নিকারী হতে অনুরোধ করেছিলেন ৷

সেই সময় সেখানে উপস্থিত ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব ইস্তেয়াক রাজু আহমেদ ৷ তিনিও মুখ্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে ছিলেন ৷ কথা হয়েছিল কলকাতায় অনুষ্ঠিত বাণিজ্য সম্মেলনে যোগ দিতে এসে লুলু গ্রুপ কলকাতার ক্লাবে লগ্নিকারী করার বিষয়টি চূড়ান্ত করবে ৷ কিন্তু সময় গড়াতেই তারা জানিয়ে দিয়েছে সম্ভব নয় ইনভেস্টর হওয়া ৷

মুখ্যমন্ত্রীকে মহামেডান কর্তারা জানিয়েছেন বিষয়টা ৷ মুখ্যমন্ত্রী ইনভেস্টর আনতে সাহায্য করার আশ্বাস দিয়েছেন। সোমবার লগ্নির ব্যবস্থা কী হবে, তা নিয়ে আলোচনায় বসতে চলেছেন কর্তারা ৷ সেখানে বাঙ্কার হিলসের প্রতিনিধি থাকবেন ৷ তারা লগ্নির পরিমাণ বাড়াবেন কি না, তা জানতে চাওয়া হবে ৷

এদিকে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার এদিন জানালেন, 'এখন অবধি তিনটে ট্রফি হয়েছে। ডুরান্ড কাপ জিতেছে মোহনবাগান, সুপার কাপ জিতেছে ইস্টবেঙ্গল আর আইলিগ জিতল মহামেডান। এটা বাংলার জয় হল। বাংলা ভারতীয় ফুটবল শাসন করে এসেছে, আগামীদিনেও করবে, এখনও করছে'।

আই লিগ জয়ের পর উচ্ছ্বাস মহামেডানে
ISL 2023-24: সমর্থকদের জন্য জয় এনে দিতে পেরে খুশি ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in