ISL 2023-24: সমর্থকদের জন্য জয় এনে দিতে পেরে খুশি ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত

People's Reporter: কুয়াদ্রাত বলেন, সারা মরশুম অনেক লড়াই করার পর শেষ পর্যন্ত সমর্থকরা তাদের প্রিয় দলকে নিয়ে গর্ব করতে পারবে। তারা আমাদের অনেক সাহায্য করেছে।
ইস্টবেঙ্গল কোচ
ইস্টবেঙ্গল কোচছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ

রবিবার ২-১ গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএলে সুপার সিক্সে যাওয়ার রাস্তা পরিষ্কার রাখলো ইস্টবেঙ্গল। আগামী ৯ এপ্রিল চেন্নাই বনাম নর্থ ইস্ট ম্যাচ। সেখানে চেন্নাই যদি পয়েন্ট নষ্ট করে আর ১০ এপ্রিল ইস্টবেঙ্গল যদি পাঞ্জাব এফসিকে হারিয়ে দেয়, তাহলে সুপার সিক্স নিশ্চিত হবে লাল হলুদের।

বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ জিতে স্বাভাবিকভাবেই খুশি ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত। তিনি বলেন, 'ছেলেরা যে পরিশ্রম করেছে এই ম্যাচে, তাতে আমি খুবই খুশি। সত্যি বলতে, খুব ভালো ফুটবল যে খেলতে পেরেছি আমরা, তা নয়। বেঙ্গালুরু এফসি আমাদের চেয়ে ভাল খেলেছে। তবে ওরা খুব একটা ভালো সুযোগ তৈরি করতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত আমরাই তিন পয়েন্ট পেয়েছি। আমি খুবই খুশি। বিশেষ করে সমর্থকদের জন্য'।

তিনি আরও বলেন, সারা মরশুম অনেক লড়াই করার পর শেষ পর্যন্ত সমর্থকরা তাদের প্রিয় দলকে নিয়ে গর্ব করতে পারবে। তারা আমাদের অনেক সাহায্য করেছে। আমাদের সঙ্গে সব জায়গায় ঘুরেছে। আমরা যে তাদের কিছু প্রতিদান দিতে পারলাম, সে জন্য।

লাল হলুদের তরুণ ব্রিগেড বেঙ্গালুরু এফসিকে হারিয়েছে, যে দলে আছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। কুয়াদ্রাত জানান, "সুনীল ছেত্রী গত কুড়ি বছর ধরে দেশের সেরা লিগে খেলে এসেছেন। আমাদের ছেলেরা কলকাতা লিগে ও ডেভেলপমেন্ট লিগে খেলেছেন মাত্র। হঠাৎ একদিন তাদের ২০ হাজার বা ৫০ হাজার দর্শকের সামনে খেলতে হচ্ছে। ব্যাপারটা সোজা নয়। ওদের পেশীবহুল চেহারাও নেই। সবে তৈরি হচ্ছে। কিন্ত ওদের বিশাল কলিজা আছে। ওরা পেশাদার হতে চায়। এছাড়াও ওদের শক্তি আছে, গতি আছে। যতবার মাঠে নেমেছে, ততবার প্রভাব বিস্তার করেছে। সে জন্য আমি খুশি"।

ইস্টবেঙ্গল কোচ
Mohammedan: স্বপ্ন সত্যি, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে ইস্ট-মোহনের মত আইএসএল খেলবে মহামেডান
ইস্টবেঙ্গল কোচ
Kaia Arua: ৩৩ বছর বয়সে রহস্য মৃত্যু পাপুয়া নিউ গিনির মহিলা অলরাউন্ডারের!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in