Mohammedan: স্বপ্ন সত্যি, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে ইস্ট-মোহনের মত আইএসএল খেলবে মহামেডান

People's Reporter: বাংলা থেকে গতবার আইএসএল চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। বাংলার আর এক প্রধান ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়। আর এবার আই লিগ চ্যাম্পিয়ন হল মহামেডান।
আই লিগ চ্যাম্পিয়ন মহামেডান
আই লিগ চ্যাম্পিয়ন মহামেডানছবি সৌজন্যে মহামেডান স্পোর্টিং ক্লাবের ফেসবুক পেজ
Published on

স্বপ্ন সফল মহামেডানের। শিলং লাজংকে ২-১ গোলে হারিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হল শতবর্ষ প্রাচীন ক্লাব। ফলে আগামী আইএসএল-এ খেলার ছাড়পত্র পেলো সাদা কালো ব্রিগেড। বাংলা থেকে ৩ প্রধানই খেলবে আইএসএল।

মোহনবাগানের পরে বাংলা থেকে কোনো দল ফের আই লিগ চ্যাম্পিয়ন হল। ২০১৪-১৫ আর ২০১৯-২০ সালে আই লিগ চ্যাম্পিয়ন হয় সবুজ-মেরুন ব্রিগেড।

এদিন ম্যাচে অ্যালেক্সিস গোমেজের গোলে প্রথম মিনিটেই এগিয়ে যায় মহামেডান। এরপরে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে শিলং লাজং। ম্যচের ১৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ডগলাস টারডিন। প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া পরিবর্তন করে মহামেডান। ডেভিড লালহ্লানসাঙ্গা বদলে মাঠে নামেন স্যামুয়েল লালমুয়ানপুইয়ার। অন্যদিকে মহম্মদ জাসিমের বদলে ভ্যানলালজুইডিকা ছকছুয়াক মাঠে নামেন। সেকেন্ড হাফে ইভজেনি কোজলভের দারুণ দুরপাল্লার শটে ফের এগিয়ে যায় মহামেডান। তবে গোল করে সেলিব্রেশন করার সময়ে নিজের গেঞ্জি খুলে ফেলার জন্য তাঁকে লাল কার্ড দেখতে হয়।

রবিবার কলকাতা ফিরলে দলকে সেলিব্রেশন দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় থাকতে পারেন বলে খবর। বাংলা থেকে গতবার আইএসএল চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। বাংলার আর এক প্রধান ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়। আর এবার আই লিগ চ্যাম্পিয়ন হল মহামেডান। বাংলার ফুটবলের সময় যে খুব ভাল চলছে তা আর বলার অপেক্ষা রাখে না।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in