
কোচ ইস্যুতে ইস্টবেঙ্গলে নতুন মোড়। চীনের ক্লাব সিচুয়ান জিউনিউ এর কোচের পদে সার্জিও লোবেরাকে এনওসি দিচ্ছে। যদিও সেখানে বহাল না থাকলেও এবং রিলিজ পেলেও ইস্টবেঙ্গলের কোচের ভূমিকায় তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। বরং ISL-রই অন্য ক্লাবে প্রশিক্ষক হিসেবে দেখতে পাওয়া যেতে পারে তাকে। এই লড়াইতে হায়দ্রাবাদ এফসি রয়েছে বলেও শোনা যাচ্ছ। শোনা যাচ্ছে ওড়িশা এফসির কথাও। ফলে স্টিফেন কনস্টানটাইনের জায়গায় নতুন লাল হলুদ কোচ কে হচ্ছেন তা নিয়ে জল্পনা থাকছেই।
ইস্টবেঙ্গলের কোচ হওয়ার জন্য মৌখিক প্রতিশ্রুতি দিয়েই দিয়েছিলেন আইএসএল জয়ী কোচ। লোবেরা সহ পাঁচ বিদেশী কোচিং স্টাফের জন্য বিরাট অঙ্কের আর্থিক বাজেটও মেনে নিয়েছিল ক্লাব। সমস্ত কথাবার্তা চূড়ান্ত হওয়ার পরেও লোবেরার সঙ্গে স্রেফ সই হওয়াই বাকি ছিল। চীনের ক্লাবের তরফ থেকে রিলিজ না পাওয়ার কথা বলে ইস্টবেঙ্গলের কাছে সময় চেয়ে নিয়েছিলেন তিনি। যদিও এর মধ্যেই হায়দরাবাদ এফসির সঙ্গে কথা এগিয়ে রাখেন তিনি।
তবে ইস্টবেঙ্গল কর্তারাও বসে নেই। ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করা হয়েছে অনেকের সঙ্গে। প্রাথমিকভাবে ২০১৮-১৯ মরশুমে ব্যাঙ্গালুরু এফসি আইএসএল জেতানো কোচ কুয়াদ্রাত এগিয়ে রয়েছেন। শুধু চ্যাম্পিয়ন হওয়া নয়, লিগ শিল্ডও জিতেছিল বেঙ্গালুরু। ২০১৯-২০ মরশুমেও প্লে অফে যায় বেঙ্গালুরু। অর্থাৎ ধারাবাহিকতা বজায় রেখেছিল কুয়াদ্রাতের ব্যাঙ্গালুরু। সেই ভাবনাতেই কোচ হিসেবে এবার কুয়াদ্রাতের সঙ্গে চুক্তি করতে আগ্রহী লাল হলুদ কর্তারা।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন