ইস্টবেঙ্গলে বড় ধাক্কা, সম্মান না পেয়ে পদত্যাগ কন্যাশ্রী কাপ জয়ী কোচের

মহিলাদের জাতীয় টুর্নামেন্টেও বাংলার কোচ ছিলেন সুজাতা। তার কোচিংয়ে বাংলা দল মূল পর্বে যায়।
সুজাতা কর
সুজাতা করছবি - সংগৃহীত

গত কন‍্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করা কোচ সুজাতা কর পদত্যাগ করলেন। উপযুক্ত সম্মান পাচ্ছেন না ইস্টবেঙ্গল ক্লাব থেকে এই অভিযোগ করে সুজাতা পদত্যাগ করেন।

যদিও ক্লাব তাঁর পদত্যাগ এখনও গ্রহণ করেনি। লাল হলুদ কর্তারা সুজাতাকে বোঝানোর চেষ্টা করবেন সিদ্ধান্ত বিবেচনার করার জন্য। সুজাতা জানান, 'খিদে না পেলে কি কেউ খায়! নিশ্চই আমার এমন কিছু মনে হয়েছে সেটা আমি ক্লাবকে চিঠি দিয়ে জানিয়েছি।'

ইস্টবেঙ্গল কর্তারা এই বিষয় নিয়ে এখনই মুখ খুলতে নারাজ। মহিলাদের জাতীয় টুর্নামেন্টেও বাংলার কোচ ছিলেন সুজাতা। তার কোচিংয়ে বাংলা দল মূল পর্বে যায়।গত মহিলা ফুটবল ফাইনালে শ্রীভূমি ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ‍্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল।

ডুরান্ড কাপ, কলকাতা লিগ, আইএসএলে পুরুষ দলের ব্যর্থতার পরে মহিলা দলের সাফল্য ছিল ইস্টবেঙ্গল ক্লাবের জন্য বড় ইতিবাচক দিক। জাতীয় মহিলা লিগে নামার কয়েক দিন আগে ইস্টবেঙ্গলের হেড কোচের পদত্যাগ বড় ধাক্কা দেবে দলকে। আগামী ২৬ এপ্রিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গোকুলাম কেরালার বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। কিন্তু সুজাতার পদত্যাগ সবকিছু তালগোল পাকিয়ে দিল মনে করছে ফুটবলমহল।

সুজাতা কর
IPL 2023: ইমপ্যাক্ট খেলোয়াড় ডু প্লেসি, ফের আরসিবি অধিনায়ক বিরাট কোহলি
সুজাতা কর
'কোচের আরও সতর্ক হওয়া উচিত ছিল' - দলের ভরাডুবির সাফাই ইস্টবেঙ্গল কর্তার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in