

খারাপ সময় যেন পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের। গত দু'বছরের মত শেষ আইএসএলে ভরাডুবি আর সর্বশেষ সুপার কাপে আইজল এফসির বিরুদ্ধেও জিততে পারেনি তারা। সবমিলিয়ে ইস্টবেঙ্গলের অবস্থা খুব একটা ভালো নয়।
কী কারণে শতবর্ষ প্রাচীন ক্লাবের এই হাল? ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার ক্লাব তাঁবুতে জানান, 'সত্যি বলতে আমাদের দলগঠন দেরিতে হয়েছে মানছি। তবে এতো খারাপ হাল হওয়ার ছিল না। আমি আমার জীবনে ২৩ থেকে ২৪ জন কোচের সঙ্গে কাজ করেছি। সেই কারণে বলতে পারি কোচের আরও সতর্ক হওয়া উচিত ছিল'।
তিনি আরও বলেন, এই কোচের (স্টিফেন কনস্টানটাইন ) আমলেই তো আমাদের দেশ এতো ভালো পারফরমেন্স করেছে। তাহলে এমন কেন হল সত্যি চিন্তার কারণ। পরিকল্পনায় গলদ আর কোচ কিছু ভুল ফুটবলার নিয়োগ করেছিল। তবে সেগুলো ভুলে যেতে চাই। মনে রাখতে হবে সাফল্য সবার। কিন্তু ব্যর্থতার দায় সবাই নিতে পারে না। তবে আমরা ঘুরে দাঁড়াব সেই কথা আবার জানিয়ে দিচ্ছি।'
নতুন কোচ প্রসঙ্গে দেবব্রত সরকার বলেন, 'সেই বিষয় আগামী সপ্তাহের মধ্যেই পরিষ্কার হবে।' তবে সূত্রের খবর সার্জিও লোবেরার অনিশ্চয়তার মাঝেই ক্লাব নতুন কোচের সন্ধান শুরু করে দিয়েছে। লাল -হলুদের সঙ্গে বৈঠকের পরই ইস্টবেঙ্গলে কোচিং করানোর ব্যাপারে মৌখিক সম্মতি দিয়েছিলেন লোবেরা। ইস্টবেঙ্গলও সেই মতো চুক্তির কাগজপত্র পাঠিয়ে দেন স্প্যানিশ কোচের কাছে। সিটি গ্রুপের কাছে লোবেরা ছাড়পত্রের আবেদনও জানান। তবে স্প্যানিশ কোচকে ছাড়তে নারাজ সিটি গ্রুপ। চিনে টানা কোয়ারান্টিনের মধ্যে থাকতে চাইছেন না লোবেরা। তিনি নিজেও চাইছেন ভারতে আসতে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন