
কাতার বিশ্বকাপের পরেই লে ব্লুজদের জার্সিকে বিদায় জানিয়েছেন হুগো লরিস। তাঁর অধিনায়কত্বেই ২০১৮ বিশ্বকাপ জেতে এবং ২০২২ বিশ্বকাপে রানার আপ হয় ফ্রান্স। লরিস অবসর নেওয়ার পর এবার সামনে এলো ফ্রান্সের নতুন অধিনায়কের নাম। আগামী ২৫ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ফ্রান্সের ইউরো বাছাইপর্ব। আর এই ম্যাচ থেকেই ফ্রান্সের অধিনায়কত্বের ব্যাটন তুলে নেবেন কিলিয়ান এমবাপ্পে।
কাতার বিশ্বকাপের ফাইনালে হারের পরেই আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানেন এক দশকেরও বেশি সময় ধরে ফ্রান্সের অধিনায়কত্ব সামলানো হুগো লরিস। ফরাসিদের নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনাও চলেছিল। অবসর নিয়েছেন রাফায়েল ভারানেও। তাই সম্ভাব্য তালিকায় ছিলেন এমবাপ্পে এবং আঁতোয়া গ্রিজম্যান। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, কোচ দিদিয়ের দেশঁ এমবাপ্পের সাথে আলোচনা করেছেন এবং এমবাপ্পে অধিনায়কের ব্যাটন তুলে নেওয়ার সম্মতি দিয়েছেন। গ্রিজম্যান হচ্ছেন সহ অধিনায়ক।
২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ১৯ বর্ষীয় এমবাপ্পে। কাতার বিশ্বকাপ তাঁর জাদুতে মুগ্ধ হয়েছে। যদিও শিরোপা জেতা হয়নি ফ্রান্সের। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এমবাপ্পে। কাতারে মোট আটটি গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন তিনি। বিশ্বকাপে ১৪ ম্যাচে ১২ গোল করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। ফ্রান্সের হয়ে এখনও পর্যন্ত ৬৬টি ম্যাচ খেলেছেন এমবাপ্পে। ৩৬টি গোল করেছেন এবং ২৩টি গোলে অ্যাসিস্ট করেছেন।
কাতার বিশ্বকাপের তিন মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নামছে ফ্রান্স। শুক্রবার স্টেদি দি ফ্রান্সে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলবে ফ্রান্স। এরপর সোমবার দেশঁর দল মুখোমুখি হবে আয়ারল্যান্ডের।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন