
ময়দানে একটা কথা প্রচলিত আছে ‘মেসি মাঠে নামেন রেকর্ড গড়তে’। ফের একবার সেই কথা তিনি প্রমাণ করলেন বিশ্বকাপের মঞ্চে। যত কীর্তি যেন কাতারে। বিশ্বকাপ জতে নিজের স্বপ্নপূরণের পাশাপাশি একাধিক রেকর্ডের মালিক হলেন লিও।
চলতি বিশ্বকাপে মোট ৭টি গোল করেছেন তিনি। অ্যাসিস্ট রয়েছে ৩টি। বিশ্বকাপের মঞ্চে ৭টি গোলের সুবাদে দেশের জার্সিতে এক ক্রীড়া বর্ষে ১৪টি ম্যাচে ১৮টি গোলের মালিক মেসি। ভাঙলেন ২০১২ সালে করা নিজেরই রেকর্ড (৯ ম্যাচে ১২ গোল)।
মেসিই প্রথম ফুটবলার যিনি দুটি বিশ্বকাপে গোল্ডেন বল পেলেন। প্রথম গোল্ডেন বল পান ২০১৪ বিশ্বকাপে। দ্বিতীয়টি পেলেন রবিবার রাতে। পুরুষদের মধ্যে মেসি প্রথম প্লেয়ার যাঁর প্রতিটি নকআউট ম্যাচে গোল পেলেন।
বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি মিনিট খেলার রেকর্ডও গড়লেন গতকাল ফাইনালে। রেকর্ড করার জন্য প্রয়োজন ছিল মাত্র ২৪ মিনিট। কিন্তু সকলেই জানতেন মেসি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেই মাঠ ছাড়বেন। পুরো ম্যাচ খেলার ফলে টপকে গেলেন ইতালিয়ান কিংবদন্তী পাওলো মালদিনিকে (২২১৭ মিনিট)।
ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে ১৭টি ম্যাচ জিতলেন মেসি। স্পর্শ করলেন জার্মান তারকাকে ক্লোজেকে। বিশ্বকাপে নিজের ২৬তম ম্যাচ খেললেন মেসি। তিনিই এখন বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার। এর পাশাপাশি মেসিই প্রথম প্লেয়ার যিনি একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি 'ম্যান অফ দ্য ম্যাচ' পেলেন।
ম্যাচ শেষে মেসি বলেন, "আমার স্বপ্ন সত্যি হল। আমাকে সবকিছু দেওয়ার জন্য ভগবানকে ধন্যবাদ দিতে চাই। আমার সতীর্থ ও আর্জেন্টিনার প্রতিটা মানুষকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন বিশ্বচ্যাম্পিয়ন"।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন