FIFA World Cup 22: এখনই অবসর নয়, খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা লিওনেল মেসির

বিশ্বকাপ জয়ের পর 'এলএম ১০' জানান, "এখনই জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। চ্যাম্পিয়ন হিসেবে খেলে যেতে চাই।"
FIFA World Cup 22: এখনই অবসর নয়, খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা লিওনেল মেসির
ছবি - ফিফা ওয়ার্ল্ড কাপের ট্যুইটার হ্যান্ডেল
Published on

যে স্বপ্ন নিয়ে ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন সেই স্বপ্নপূরণ হলো লিওনেল মেসির। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় বিশ্বকাপ খেতাব ঘরে তুলেছে আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপের আক্ষেপ ঘুচিয়ে সোনালী ট্রফি হাতে তুলে নিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ শুরুর আগেই সাত বারের ব্যালন ডি'অর জয়ী বলেছিলেন এটিই তাঁর শেষ বিশ্বকাপ। ফাইনালের আগেও বলেছেন সেই কথাই। তবে দেশের জার্সিকে এখনই বিদায় জানাচ্ছেন না মেসি।

বিশ্বকাপ জয়ের পর 'এলএম ১০' জানান, "এখনই জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। চ্যাম্পিয়ন হিসেবে খেলে যেতে চাই।" অনুমান করা যেতেই পারে ২০২৪ কোপা আমেরিকা পর্যন্ত আলবিসেলেস্তেদের হয়ে খেলতে দেখা যাবে 'ম্যাজিশিয়ান' মেসিকে।

এর আগে কোপার ফাইনালে হারের পর অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন। এরপর ২০২১ সালে কোপা আমেরিকা জিতে দেশের জার্সিতে প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা হাতে তোলেন। এবার পেলেন স্বপ্নের বিশ্বকাপ।

কাতার বিশ্বকাপে দুর্দান্ত প্রদর্শন করেছেন সাত বারের ব্যালন ডি'অর জয়ী। গোল করেছেন ৭ টি, করিয়েছেন ৩ টি। টুর্নামেন্ট সেরার পুরস্কার' গোল্ডেন বল'-ও জিতে নিয়েছেন তিনি। ২০১৪ সালের পর এবারও' গোল্ডেন বল' জিতে প্রথম ফুটবলার হিসেবে দু'বার এই সম্মান জয়ের রেকর্ড গড়লেন মেসি। এছাড়াও ২০২২ বিশ্বকাপের নক-আউট পর্যায়ের প্রতি ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন 'এলএম ১০'। এর আগে বিশ্বের কোনও ফুটবলার বিশ্বকাপের নক-আউট পর্যায়ের প্রতি ম্যাচে গোল করতে পারেননি। মেসি লিখেছেন নয়া ইতিহাস।

FIFA World Cup 22: এখনই অবসর নয়, খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা লিওনেল মেসির
FIFA World Cup 22: ৩৬ বছরের অপেক্ষার অবসান, ফ্রান্সকে হারিয়ে বিশ্বসেরা মেসির আর্জেন্টিনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in