Ligue 1: রেকর্ড গড়ে পিএসজিকে লীগ টাইটেল জেতালেন লিওনেল মেসি

গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পেছনে ফেলে বড় এক নজির গড়লেন লিওনেল মেসি। ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে এত দিন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করার রেকর্ডে যৌথ মালিকানা ছিল মেসি-রোনাল্ডোর।
Ligue 1: রেকর্ড গড়ে পিএসজিকে লীগ টাইটেল জেতালেন লিওনেল মেসি
ছবি - পিএসজি ট্যুইটার হ্যান্ডেল

লীগ শিরোপা জয়ের জন্য শেষ দুই ম্যাচে প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্টের। শনিবার রাতে স্ট্রাসবুর্গের বিপক্ষে লিওনেল মেসির গোলে ১-১ ব্যবধানে ড্র করে পিএসজি। এক পয়েন্ট পাওয়ার সাথে সাথেই লীগ টাইটেল জিতে নেয় ক্রিস্তফ গালতিয়ের দল।

সেইসঙ্গে মার্শেই এবং সেন্ট এতিয়েনকে ছাড়িয়ে রেকর্ড একাদশ বারের মতো লীগ ওয়ানের খেতাব এলো প্যারিসিয়েনদের ঘরে। স্তাদে দি লা মেনিয়াওয়ে শনিবার স্ট্রাসবুর্গের বিপক্ষে ড্র করে পিএসজি। ৫৯ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় প্যারিসিয়েনরা। এরপর ৭৯ মিনিটে কেভিন গামেইরোর গোলে ম্যাচে সমতায় ফেরে স্বাগতিকরা।

পুরো ম্যাচ জুড়ে এদিন পিএসজির থেকে দাপট বেশি ছিল স্ট্রাসবুর্গেরই। এই ম্যাচ গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পেছনে ফেলে বড় এক নজির গড়লেন লিওনেল মেসি। ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে এত দিন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করার রেকর্ডে যৌথ মালিকানা ছিল মেসি-রোনাল্ডোর। দুজনেরই গোল ছিল ৪৯৫টি করে। এদিন গোল করে ৪৯৬ টি গোলের মালিক হয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা।

পাশাপাশি, ব্রাজিলের দানি আলভেজকে স্পর্শ করে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৪৩টি ট্রফি জয়ের নজির গড়লেন লিওনেল মেসি। ৩৭ ম‍্যাচে ২৭ জয় ও চার ড্রয়ে ৮৫ পয়েন্ট হলো পিএসজির। একই সময়ে শুরু হওয়া অন‍্য ম‍্যাচে আজাকসিওকে ৩-০ গোলে হারানো লেন্স ৮১ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

Ligue 1: রেকর্ড গড়ে পিএসজিকে লীগ টাইটেল জেতালেন লিওনেল মেসি
Bundesliga: শেষ দিনে একাধিক নাটক, স্বপ্নভঙ্গ ডর্টমুন্ডের - টানা ১১ বার লীগ জয় বায়ার্ন মিউনিখের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in