লীগ জয় মিউনিখের
লীগ জয় মিউনিখেরছবি - বায়ার্ন মিউনিখ ট্যুইটার হ্যান্ডেল

Bundesliga: শেষ দিনে একাধিক নাটক, স্বপ্নভঙ্গ ডর্টমুন্ডের - টানা ১১ বার লীগ জয় বায়ার্ন মিউনিখের

এবারের বুন্দেশলীগা জয়ের সবচেয়ে বড় সুযোগ ছিল বুরুশিয়া ডর্টমুন্ডের। শেষ ম্যাচে জিতলেই শিরোপা ঘরে তুলতো মার্কো রুইজরা। কিন্তু মেইঞ্জের সাথে ২-২ গোলে ড্র করে শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ হারায় ডর্টমুন্ড।

পারলো না বরুসিয়া ডর্টমুন্ড! শেষ দিনে রোমাঞ্চে ভরপুর ম্যাচ জিতে টানা ১১-তম বারের মতো বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এবারের বুন্দেশলীগা জয়ের সবচেয়ে বড় সুযোগ ছিল বুরুশিয়া ডর্টমুন্ডের। শেষ ম্যাচে তারা জিতলেই শিরোপা ঘরে তুলতো মার্কো রুইজরা। কিন্তু মেইঞ্জের সাথে ২-২ গোলে ড্র করে শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ হারায় ডর্টমুন্ড। একইসময়ে এফসি কোলনকে হারিয়ে শিরোপা জিতে নেয় বায়ার্ন।

লীগের ৩৪ ম্যাচ শেষে বায়ার্ন এবং বুরুশিয়া - দুই দলেরই পয়েন্ট ৭১ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় খেতাব উঠলো বাভেরিয়ানদের হাতে। বুন্দেশলীগায় গতকাল চলে একাধিক নাটক। এদিন খেলা শুরুর ৮ মিনিটেই কিংসলে কোম্যানের গোলে এগিয়ে যায় বায়ার্ন। অন্যদিকে ১৫ মিনিটের মাথায় গোল খেয়ে বসে বুরুশিয়া। তিন মিনিট বাদেই সমতা ফিরে পাওয়ার সুযোগ ছিল ডর্টমুন্ডের সামনে। কিন্তু ১৯ মিনিটে পেনাল্টি মিস করেন সেবাস্টিয়ান হলার। ২৪ মিনিটে আবার মেইঞ্জ আরও একটি গোল করে।

প্রথমার্ধের শেষে বায়ার্ন এগিয়ে থাকে ১-০ গোলে। বুরুশিয়া পিছিয়ে পড়ে ২-০ গোলে। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ব্যবধান কমায় ডর্টমুন্ড। গোল করেন রাফায়েল গুরেইরা। অন্যদিকে কোলন ৮১ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফিরলে বেড়ে যায় শিরোপা নিয়ে চলা নাটকীয়তা। ডর্টমুন্ড গোল করে সমতায় ফিরলে আবার তারাই এগিয়ে যেতো পয়েন্টের ব্যবধানে। তাই বায়ার্নকে আরেকটি গোল করতেই হতো। ৮৯ মিনিটে দুর্দান্ত এক গোল করে টমাস টুখেলদের এগিয়ে দেন ১৯ বর্ষীয় জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। যোগ করা ইনজুরি সময়ে নিকলাস সুলের গোলে ডর্টমুন্ড ড্র করলেও ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করে বায়ার্ন মিউনিখ।

এই মরশুমে বুন্দেশলীগা থেকে চ্যাম্পিয়নস লীগ নিশ্চিত করেছে বায়ার্ন, বুরুশিয়া, লাইপজিগ এবং ইউনিয়ন বার্লিন। ২০১৯ সালে প্রথমবারের মতো বুন্দেসলীগায় ওঠা ইউনিয়ন বার্লিন এবার ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে। ইউরোপা লীগ নিশ্চিত করেছে ফ্রেইবার্গ।

লীগ জয় মিউনিখের
বর্ণবাদী কটূক্তির শিকার ভিনিসিয়াসের সমর্থনে আফ্রিকান দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in