Ballon d'Or: অষ্টম ব্যালন ডি'অর জয়ের লক্ষ্যে লিও মেসি! কোথায় দেখবেন সরাসরি সম্প্রচার?

People's Reporter: গতবার ব্যালন ডি'অর জিতেছিলেন করিম বেঞ্জেমা। ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই ১৫ বছরে মেসি ২০২১, ২০১৯, ২০১৫, ২০১২, ২০১১, ২০১০, ২০০৯ মোট ৭ বার জিতেছেন।
ব্যালন ডি'অর
ব্যালন ডি'অরছবি - সংগৃহীত
Published on

আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা, তারপরই জানা যচ্ছে এই বছরের ব্যালন ডি'অর কে পাবেন। অধিকাংশেরই মত ২০২৩ সালের ব্যালন ডি'অর পাবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বছরের সেরার সেরা ফুটবলারকে এই সম্মান প্রদান করা হয়।

ব্যালন ডি'অর জয়ের দৌড়ে মেসিকে সকলে এগিয়ে রাখলেও এমবাপ্পে এবং হালান্ডের দিকেও নজর দিতে হবে। বিশ্বকাপে হোক বা ক্লাব ফুটবল, ভালো মরশুম গেছে এমবাপ্পেরও। অন্যদিকে শুধুমাত্র ক্লাব ফুটবলে দুরন্ত ফর্মে রয়েছেন হালান্ড। তবে বিগত ১৫ বছর ধরে ব্যালন ডি'অর জেতার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন মেসি। ২০২৩ ব্যালন ডি'অর জিতলে মেসির অষ্টম ব্যালন ডি'অর জেতা হবে। এবছর লিও-র এই পুরস্কার জয়ের অন্যতম কারণ হচ্ছে তিনি নিজের দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন।

ভারতীয় সময় সোমবার রাত ১টা ১৫ মিনিট থেকে প্যারিসের 'থিয়েটার ডু চ্যাটেলেট'এ ব্যালন ডি'অর প্রদানের অনুষ্ঠান শুরু হবে। সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং হবে এবং সোনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি দেখা যাবে এই প্রোগ্রাম।

উল্লেখ্য, গতবার ব্যালন ডি'অর জিতেছিলেন করিম বেঞ্জেমা। ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই ১৫ বছরে মেসি ২০২১, ২০১৯, ২০১৫, ২০১২, ২০১১, ২০১০, ২০০৯ মোট ৭ বার জিতেছেন। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জিতেছেন ৫ বার (২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭)। ২০১৮ সালে জিতেছিলেন ক্রোয়েশিয়ার লুকা মড্রিচ।

ব্যালন ডি'অর
Cricket World Cup 2023: সুস্থ হয়ে উঠছেন হার্দিক, দলের সাথে কবে যোগ দিতে পারবেন তারকা অল-রাউন্ডার?
ব্যালন ডি'অর
'স্মৃতিটাই সম্বল', বউবাজারের 'দ্য রেফিউজ'-র উদ্যোগে বাংলাদেশ ম্যাচের সাক্ষী থাকলেন গৃহহীন মায়েরা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in