Cricket World Cup 2023: সুস্থ হয়ে উঠছেন হার্দিক, দলের সাথে কবে যোগ দিতে পারবেন তারকা অল-রাউন্ডার?

People's Reporter: বাংলাদেশের বিরুদ্ধে বল করতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। তারপর থেকে এখনও পর্যন্ত মাঠে নামেননি তিনি। বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন হার্দিক।
হার্দিক পাণ্ডিয়া
হার্দিক পাণ্ডিয়াছবি - সংগৃহীত

হার্দিকের চোটের কারণে বিশ্বকাপে বিরাট সমস্যায় পড়েছে টিম ইন্ডিয়া। তবে একাধিক সূত্র মারফত জানা যাছে সেমিফাইনালে দেখা যেতে পারে তারকা অলরাউন্ডারকে।

বাংলাদেশের বিরুদ্ধে বল করতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। তারপর থেকে এখনও পর্যন্ত মাঠে নামেননি তিনি। বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন হার্দিক। সেখানে থেকেই অনুশীলন করছেন। সূত্রের খবর, হার্দিককে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। চিকিৎসকদের নজরেই রয়েছেন হার্দিক। তবে সেমি ফাইনালের আগে নেদারল্যান্ডস ম্যাচে মাঠে নামলেও নামতে পারেন।

বিসিসিআই-র এক আধিকারিক জানান, আগের থেকে হার্দিক অনেকটাই সুস্থ আছে। ওর মতো একজন গুরুরত্বপূর্ণ প্লেয়ার দলে না থাকাটা সত্যিই খারাপ ব্যাপার। কিন্তু ইনজুরি হলে কিছু করার থাকে না। আমরা আশাবাদী খুব শীঘ্রই ও দলের সাথে যোগ দেবে। ভারতীয় সমর্থকরাও সেটাই চাইছেন।

প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে নিজের প্রথম ওভারে বল করতে এসে চোট পান হার্দিক পাণ্ডিয়া। ডান পা দিয়ে বল আটকাতে গিয়ে বাঁ পা পিছলে পড়ে যান হার্দিক। পুরো শরীরের ভার বাঁ পায়ের উপরে পড়ায় চোট পান তিনি। ৩ বল করার পর আর বল করতে পারেননি। পায়ের স্ক্যান করার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বাকি ৩টি বল করেন বিরাট কোহলি।

হার্দিক পাণ্ডিয়া
Cricket world Cup 2023: ৭ বছর পর কলকাতায় পাকিস্তান, তবে বাবরদের অনুশীলন দেখার অনুমতি নেই ইডেনে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in