La liga: টানা ছয় 'এল ক্লাসিকো'তে অপরাজিত থাকার পর অবশেষে আত্মসমর্পণ রিয়াল মাদ্রিদের

কার্লো আনচেলত্তিদের ৪-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে জাভির ছাত্ররা। এই ম্যাচে জোড়া গোল করেছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং এবং একটি করে গোল করেছেন আরাউজো ও ফেরান তোরেস।
La liga: টানা ছয় 'এল ক্লাসিকো'তে অপরাজিত থাকার পর অবশেষে আত্মসমর্পণ রিয়াল মাদ্রিদের
ছবি - সংগৃহীত

খেলোয়াড় হিসেবে হোক কিংবা কোচ। 'এল ক্লাসিকো'-এর মঞ্চে জাভি হার্নান্দেজ তাঁর ছাপ রেখে যাবেনই। টানা ছয় ম্যাচ রিয়ালের এল ক্লাসিকোতে অপরাজিত থাকার ধারা ভেঙে সান্তিয়াগো বার্নাব্যুতে গোল উৎসবে মাতলো কাতালান জায়ান্ট বার্সেলোনা। কার্লো আনচেলত্তিদের ৪-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে জাভির ছাত্ররা। এই ম্যাচে জোড়া গোল করেছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং এবং একটি করে গোল করেছেন আরাউজো ও ফেরান তোরেস।

রিয়ালের বিপক্ষে বার্সেলোনা শেষবার জিতেছিলো ২০১৯ সালের ৩ রা মার্চ। তারপর ছয় এল ক্লাসিকোর পাঁচটিতে জয় এবং একটিতে ড্র করে লস ব্ল্যাঙ্কোসরা। স্বাভাবিকভাবেই রিয়ালের বিপক্ষে যেনো জিততেই ভুলে গিয়েছিলো বার্সা। অবশেষে খরা কাটলো। বার্নাব্যুতে খুব সহজেই বড় জয় অর্জন করে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকলো কাতালান ক্লাবটি।

রবিবার দিবাগত রাতে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বার্সা। ম্যাচের ২৯ তম মিনিটে নিজের ফুটবল কেরিয়ারের প্রথম এল ক্লাসিকো গোলটি পেয়ে যান আর্সেনাল থেকে বার্সার দলে যোগ দেওয়া পিয়েরে-এমেরিক অবামেয়াং। গ্যাবনের এই তারকা ফুটবলারের গোলেই এগিয়ে যায় জাভির দল। ৩৮ মিনিটে ওসামানে দেম্বেলের ক্রস থেকে বার্সাকে ২-০ গোলে এগিয়ে দেন রোনাল্ড আরাউজো।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর প্রথম ছ'মিনিটের মধ্যে আরও দুটো গোল পেয়ে রিয়ালকে কোণঠাসা করে দেন জেরার্ড পিকেরা। ৪৭ মিনিটে অবামেয়াংয়ের পাস থেকে তৃতীয় গোলটি করেন ফেরান তোরেস। এই গোলের চার মিনিট বাদেই তোরেসের পাস থেকে ম্যাচে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে চতুর্থ তথা শেষ গোলটি করেন পিয়েরে-এমেরিক অবামেয়াং।

রিয়াল এল ক্লাসিকো হারলেও লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত রয়েছে তাদের। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট ক্রুজ-ক্যাসিমিরোদের। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ২৯ ম্যাচে ৫৭। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। চতুর্থ স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ২৯ ম্যাচে ৫৪।

La liga: টানা ছয় 'এল ক্লাসিকো'তে অপরাজিত থাকার পর অবশেষে আত্মসমর্পণ রিয়াল মাদ্রিদের
ISL 2021-22: আইএসএল পেলো নতুন চ্যাম্পিয়ন! টাইব্রেকারে কেরালাকে হারিয়ে শিরোপা জিতলো হায়দরাবাদ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in