ISL 2021-22: আইএসএল পেলো নতুন চ্যাম্পিয়ন! টাইব্রেকারে কেরালাকে হারিয়ে শিরোপা জিতলো হায়দরাবাদ

আইএসএলের মেগা ফাইনালে ফাতোর্দার পন্ডিত জহরলাল নেহেরু স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিলো দর্শকে। দীর্ঘ ২৩০ দিন পরে ফুটবল সমর্থকেরা মাঠে প্রবেশ করায় ইন্ডিয়ান সুপার লীগের গ্যালারি যেন উৎসবে মেতে ওঠে।
আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ
আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদছবি ISL ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ইন্ডিয়ান সুপার লীগ পেলো নতুন চ্যাম্পিয়ন। রুদ্বশ্বাস ম্যাচে টাইব্রেকারে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে প্রথম আইএসএলের খেতাব জিতলো হায়দরাবাদ এফসি। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ ব্যবধানে সমতা থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে দুই দলই গোল করতে ব্যর্থ হয়। এরপর শিরোপা নির্ধারণের জন্য টাইব্রেকার অনুষ্ঠিত হয়। সেখানেই হায়দরাবাদের হয়ে বাজিমাৎ করেন গোলরক্ষক লক্ষীকান্ত কাট্টিমাণি। টাইব্রেকারে কেরালার তিনটি কিক সেভ করে দলকে শিরোপার স্বাদ এনে দেন। ম্যাচের ফলাফল নিজামের শহরের পক্ষে ১(৩) - ১(১)।

রবিবার আইএসএলের মেগা ফাইনালে ফাতোর্দার পন্ডিত জহরলাল নেহেরু স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিলো দর্শকে। দীর্ঘ ২৩০ দিন পরে ফুটবল সমর্থকেরা মাঠে প্রবেশ করায় ইন্ডিয়ান সুপার লীগের গ্যালারি যেন উৎসবে মেতে ওঠে।

খেলা শুরুর বাঁশি বাজার সাথে সাথেই দুই দল গোলের জন্য মরিয়া প্রয়াস চালাতে থাকে। ম্যাচের ১৪ মিনিটেই বড় সুযোগ হাতছাড়া করে কেরালা। হরমোনজোৎ সিংহ খাবরার ভালো ক্রস থেকে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি জর্জ পেরেইরা দিয়াজ। এরপর ৩৯ মিনিটে আলভারো ভাসকেজের শট বার পোস্টে লেগে ফিরে আসায় আরও একটি সুযোগ হাতছাড়া হয় কেরালার। গোলশূন্য প্রথমার্ধে দাপট দেখিয়ে যায় কেরালাই।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে হায়দরাবাদ আক্রমণে ফেরে। তবে ৬৮ মিনিটের মাথায় প্রথম গোলের মুখ খোলে কেরালা। হায়দরাবাদ গোলরক্ষকের হাতে লেগেই রাহুল ক্যানোলির শট জালে জড়িয়ে যায়। পিছিয়ে পড়ার পর হায়দরাবাদ গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে কেরালা গোলরক্ষক গিল অনবদ্য কিছু সেভ করে দলকে ভরসা জোগাচ্ছিলেন। কিন্তু ৮৮ মিনিটের মাথায় সমতা ফিরে পেয়ে যায় নিজামের শহর। নির্ধারিত সময়ের দু' মিনিট আগে মরশুমের ফাইনালের, সম্ভবত মরশুমের সেরা গোলটি করে ফেলেন সাহিল তাভোরা। প্রায় ২৫ গজ দূর থেকে সাহিলের বুলেট গতির শটের কোনো জবাব ছিলো না গিলের সামনে।

নির্ধারিত ৯০ মিনিটের পর খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও ফলাফল নির্ধারিত না হওয়ায় টাইব্রেকার অনুষ্ঠিত হয়। হায়দরাবাদ গোলরক্ষক কাট্টিমাণি সেখানে প্রাচীর হয়ে ওঠেন। লেসকোভিস, নিসু কুমার এবং জ্যাকসন সিংহের কীক সেভ করেন তিনি। কেরালার হয়ে টাইব্রেকারে একটিমাত্র গোল করেন আয়ূশ অধিকারী। হায়দরাবাদ টাইব্রেকারের চারটি শটের মধ্যে তিনটিতেই গোলের দেখা পায়। স্পট কিক থেকে গোল করেন জোয়াও ভিক্টর, খাস্সা কামারা এবং হোলিচরন নার্জারি। হায়দরাবাদের হয়ে টাইব্রেকারে একটিমাত্র শট মিস করেন জাভিয়ের সিভেইরো।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in